১০ জেলায় করোনায়  মৃত্যু ৫৮ শনাক্ত ১৪৯০

রাজশাহীতে মৃত্যু ১৫, শনাক্ত ১৪৫

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে পাঁচজন আক্রান্ত এবং দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। এছাড়াও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও আটজন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮২ জনে।

রাজশাহীতে আবারো বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের হার। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯, গত রোববার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গত শনিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ।

ময়মনসিংহে মৃত্যু ১৩, শনাক্ত ২৩২

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে কমেছে মৃত্যুর সংখ্যা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ হয়ে ৯ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। পর পর গত দুই দিনই এ সংখ্যা ছিণ ১৯ জন তার আগের দিন ছিল ১৮। এছাড়া বৃহস্পতিবার ময়মনসিংহ জেলায় নতুন করে ৮৫৪ টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজেটিভ হয়ে মৃত ৯ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন, নেত্রকোনা জেলার ২ জামালপুর জেলার ১ ও শেরপুর জেলার ১ জন। এ বিভাগের বাইরে টাংগাইল জেলার ১ জন রয়েছে। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১৪৫

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়। এছাড়াও জেলায় ২৪ ঘণ্টায় ১৪৫ জনের দেহে নতুন করে করোনা সংক্রমন ধরা পড়েছে। নমুনা পরীক্ষার করা হয়েছিলো ৪৪১ জনের। আক্রান্তদের হার ৩২ দশমিক ৮১ ভাগ। করোনায় মৃত রুপা বেগম (২৬) গর্ভবতী ছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি কৃষ্ণদিয়ার হাই স্কুলের সহকারি শিক্ষিকা ছিলেন। তার স্বামী ওমর ফারুক রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের চক দাদেরপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলো। স্বামী চিকিৎসায় সুস্থ হয়। রুপা ২ সন্তানের জননীয় পূনরায় গর্ভবতী হয়ে করোনায় আক্রান্তের কারণে চিকিৎসায় একটি জটিলতার সৃষ্টি হয় বলে একটি সূত্র জানায়।

রংপুরে মৃত্যু ১০

শনাক্ত ৭৪৫

লিয়াকত আলী বাদল, রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের হার আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় এক নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৮শ ৭ জনের নমুনা পরীক্ষায় ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৬ দিনে বিভাগে ২১ নারীসহ ২২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাচ জন মারা গেছে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো সাত জনে।

বান্দরবনে শনাক্ত ২০

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় করোনা টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণকারীদের ভিড় জমেছে। এতে করে করোনা আরো বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। গত ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২০ জন। ৪৮টি অ্যান্টিজেন টেস্ট রিপোর্টের মধ্যে ২০ জন করোনা পজেটিভ অর্থাৎ শনাক্তের হার ৪১.৬৭%। আক্রান্তদের মধ্যে ১৬ জন বান্দরবান সদর, ১জন আলীকদম, ৩জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বর্তমানে বান্দরবানে করোনা রোগীর সংখ্যা ২২৬ জন। বান্দরবান সদরে ১৩০ জন, লামায় ৪০ জন, নাইক্ষ্যংছড়িতে ৩৬ জন, রোয়াংছড়িতে ৬ জন, আলীকদমে ১১ জন, থানছিতে ১ জন ও রুমায় ১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, হঠ্যাৎ করে টিকা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। আমাদের কর্মীর সংকট থাকায় একই দিনে ৫-৬শ জনকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।

বাগেরহাটে মৃত্যু

৬, শনাক্ত ৮৮

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে করোনা পজিটিভ অবস্থায় আরো ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ২৪৩ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ৮৮ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ১৪৮ জন। আর মোট মারা গেছেন ১০৫ জন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। এদিকে, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম বলেন, বৃহস্পতিবার দিনে ও রাতে করোনা পজেটিভ হয়ে ২ জন আর উপসর্গ নিয়ে ৪ জন মোট ৬ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২৪৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৮৮ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন।

বগুড়ায় মৃত্যু ১৩

শনাক্ত ১৮০

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দশজন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৩ জন হলেন বগুড়া সদরের হাফিজার রহমান (৬৭) ও পারভীন (৪৬) এবং আদমদীঘির সান্তাহারের জহুরুল ইসলাম (৬৫)।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক শুক্রবার সকালে অনলাইন ব্রিফিংয়ে বলেন, মরণঘাতী করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৮০ জন আক্রান্ত হয়েছেন।

দোহারে শনাক্ত ৩২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৩৭.২১%। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১৫৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ৮১৬ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

নবাবগঞ্জে শনাক্ত ৪৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫৬%। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৫ শত ৬৫ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৫ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৩ জুলাই ঢাকায় পাঠানো ৭৭ জনের নমুনা থেকে ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোনারগাঁয়ে শনাক্ত ২৭

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৭ জন। ৩৮ জনের পরীক্ষার ফলাফলে ২৭ জনের মধ্যে শনাক্ত হয়। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করতে দেয়া হয়।

শনিবার, ১৭ জুলাই ২০২১ , ২ শ্রাবন ১৪২৮ ৬ জিলহজ ১৪৪২

১০ জেলায় করোনায়  মৃত্যু ৫৮ শনাক্ত ১৪৯০

রাজশাহীতে মৃত্যু ১৫, শনাক্ত ১৪৫

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে পাঁচজন আক্রান্ত এবং দুইজন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। এছাড়াও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও আটজন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে নাটোরের দুইজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং চারজন নারী। এদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮২ জনে।

রাজশাহীতে আবারো বেড়েছে করোনাভাইরাস সংক্রমণের হার। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯২ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ, গত সোমবার সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৯, গত রোববার ছিল ২৯ দশমিক ৬৩ শতাংশ এবং গত শনিবার সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ০৫ শতাংশ।

ময়মনসিংহে মৃত্যু ১৩, শনাক্ত ২৩২

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে কমেছে মৃত্যুর সংখ্যা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ হয়ে ৯ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। পর পর গত দুই দিনই এ সংখ্যা ছিণ ১৯ জন তার আগের দিন ছিল ১৮। এছাড়া বৃহস্পতিবার ময়মনসিংহ জেলায় নতুন করে ৮৫৪ টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজেটিভ হয়ে মৃত ৯ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন, নেত্রকোনা জেলার ২ জামালপুর জেলার ১ ও শেরপুর জেলার ১ জন। এ বিভাগের বাইরে টাংগাইল জেলার ১ জন রয়েছে। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ১৪৫

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়। এছাড়াও জেলায় ২৪ ঘণ্টায় ১৪৫ জনের দেহে নতুন করে করোনা সংক্রমন ধরা পড়েছে। নমুনা পরীক্ষার করা হয়েছিলো ৪৪১ জনের। আক্রান্তদের হার ৩২ দশমিক ৮১ ভাগ। করোনায় মৃত রুপা বেগম (২৬) গর্ভবতী ছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি কৃষ্ণদিয়ার হাই স্কুলের সহকারি শিক্ষিকা ছিলেন। তার স্বামী ওমর ফারুক রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের চক দাদেরপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলো। স্বামী চিকিৎসায় সুস্থ হয়। রুপা ২ সন্তানের জননীয় পূনরায় গর্ভবতী হয়ে করোনায় আক্রান্তের কারণে চিকিৎসায় একটি জটিলতার সৃষ্টি হয় বলে একটি সূত্র জানায়।

রংপুরে মৃত্যু ১০

শনাক্ত ৭৪৫

লিয়াকত আলী বাদল, রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের হার আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় এক নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৮শ ৭ জনের নমুনা পরীক্ষায় ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৬ দিনে বিভাগে ২১ নারীসহ ২২৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাচ জন মারা গেছে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো সাত জনে।

বান্দরবনে শনাক্ত ২০

প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় করোনা টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণকারীদের ভিড় জমেছে। এতে করে করোনা আরো বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। গত ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২০ জন। ৪৮টি অ্যান্টিজেন টেস্ট রিপোর্টের মধ্যে ২০ জন করোনা পজেটিভ অর্থাৎ শনাক্তের হার ৪১.৬৭%। আক্রান্তদের মধ্যে ১৬ জন বান্দরবান সদর, ১জন আলীকদম, ৩জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বর্তমানে বান্দরবানে করোনা রোগীর সংখ্যা ২২৬ জন। বান্দরবান সদরে ১৩০ জন, লামায় ৪০ জন, নাইক্ষ্যংছড়িতে ৩৬ জন, রোয়াংছড়িতে ৬ জন, আলীকদমে ১১ জন, থানছিতে ১ জন ও রুমায় ১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, হঠ্যাৎ করে টিকা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। আমাদের কর্মীর সংকট থাকায় একই দিনে ৫-৬শ জনকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।

বাগেরহাটে মৃত্যু

৬, শনাক্ত ৮৮

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জন পজেটিভ হয়েছেন। এ সময়ে করোনা পজিটিভ অবস্থায় আরো ২ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ২৪৩ জনের নুমনা পরিক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ৮৮ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ১৪৮ জন। আর মোট মারা গেছেন ১০৫ জন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। এদিকে, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম বলেন, বৃহস্পতিবার দিনে ও রাতে করোনা পজেটিভ হয়ে ২ জন আর উপসর্গ নিয়ে ৪ জন মোট ৬ জন মারা গেছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২৪৩ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৮৮ জন করোনা পজেটিভ হিসাবে সানক্ত হয়েছেন।

বগুড়ায় মৃত্যু ১৩

শনাক্ত ১৮০

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দশজন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৩ জন হলেন বগুড়া সদরের হাফিজার রহমান (৬৭) ও পারভীন (৪৬) এবং আদমদীঘির সান্তাহারের জহুরুল ইসলাম (৬৫)।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক শুক্রবার সকালে অনলাইন ব্রিফিংয়ে বলেন, মরণঘাতী করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৮০ জন আক্রান্ত হয়েছেন।

দোহারে শনাক্ত ৩২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৩৭.২১%। এ নিয়ে দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১৫৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ৮১৬ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

নবাবগঞ্জে শনাক্ত ৪৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা শনাক্তের হার ৫৬%। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৫ শত ৬৫ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৫ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৩ জুলাই ঢাকায় পাঠানো ৭৭ জনের নমুনা থেকে ৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোনারগাঁয়ে শনাক্ত ২৭

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৭ জন। ৩৮ জনের পরীক্ষার ফলাফলে ২৭ জনের মধ্যে শনাক্ত হয়। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করতে দেয়া হয়।