পদ্মায় ট্রলারডুবি ৬ গরু নিখোঁজ

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৩১টি কোরবানির গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। গত শুক্রবার দুপুরে লৌহজংয়ের শামুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সহযোগিতায় ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত উদ্ধার করা হয়েছে। বাকি ছয়টি গরুসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

গাঁওদিয়া ইউনিয়নের মেম্বার মো. রাসেদ মিয়া জানান, ফরিদপুর থেকে কোরবানির পশু বোঝাই একটি ট্রলার ঢাকার দিকে রওনা দেয়। লৌহজংয়ের শামুর বাড়ি এলাকায় পদ্মা নদীতে এলে অপরদিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ২৪টি গরু জীবিত পাড়ে তুলতে সক্ষম হয়। একটি গরু মারা গেছে এবং ছয়টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি।

রবিবার, ১৮ জুলাই ২০২১ , ৩ শ্রাবন ১৪২৮ ৭ জিলহজ ১৪৪২

পদ্মায় ট্রলারডুবি ৬ গরু নিখোঁজ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৩১টি কোরবানির গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। গত শুক্রবার দুপুরে লৌহজংয়ের শামুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সহযোগিতায় ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত উদ্ধার করা হয়েছে। বাকি ছয়টি গরুসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

গাঁওদিয়া ইউনিয়নের মেম্বার মো. রাসেদ মিয়া জানান, ফরিদপুর থেকে কোরবানির পশু বোঝাই একটি ট্রলার ঢাকার দিকে রওনা দেয়। লৌহজংয়ের শামুর বাড়ি এলাকায় পদ্মা নদীতে এলে অপরদিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ২৪টি গরু জীবিত পাড়ে তুলতে সক্ষম হয়। একটি গরু মারা গেছে এবং ছয়টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি।