ঢাকা-শরীয়তপুর মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের মঙ্গল মাঝিরঘাট থেকে জাজিরা ডুবিসায়বর বন্দর(কাজীরহাট) পর্যন্ত ৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার সকাল থেকে এই পথ দিয়ে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী গাড়ির চালক ও দূরপাল্লার বাস যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস, সিনএনজি, অটোরিকশার দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও প্রায় সন্ধ্যা পর্যন্ত যানবাহন সামনে এগোতে পারেনি। যানজটে আটকে পড়া মাদারীপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের চালক জালাল মিয়া বলেন, ঢাকা সায়েদাবাদ থেকে পণ্য নিয়ে ভোরে রওনা দিয়েছেন। সায়েদাবাদ থেকে মাওয়া আসতে ২ ঘণ্টা ও ফেরি পাড় হয়ে বাংলাবাজার থেকে ডুবিসায়বর বন্দর পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় ৬ ঘণ্টা। ঢাকা থেকে শরীয়তপুরের জাজিরার উদ্দেশে রওনা হওয়া যাত্রী রাসেল আকন জানান, তিনি শুক্রবার ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছেন। মাওয়া থেকে লঞ্চ পাড় হয়ে জাজিরা আসতে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাংলাবাজার ফেরিঘাট ও শরীয়তপুর সংযোগ সড়কে ৪ লেনের কাজ চলায় সকল গাড়ি মাঝিরঘাট-জাজিরা সংযোগ সড়ক দিয়ে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের চলাচল করায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও লকডাউন শিথিল হওয়ায় ছুটির দিনে যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে।

রবিবার, ১৮ জুলাই ২০২১ , ৩ শ্রাবন ১৪২৮ ৭ জিলহজ ১৪৪২

ঢাকা-শরীয়তপুর মহাসড়কে ৬ কিলোমিটার যানজট

সংবাদদাতা, জাজিরা (শরীয়তপুর)

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের মঙ্গল মাঝিরঘাট থেকে জাজিরা ডুবিসায়বর বন্দর(কাজীরহাট) পর্যন্ত ৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার সকাল থেকে এই পথ দিয়ে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী গাড়ির চালক ও দূরপাল্লার বাস যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস, সিনএনজি, অটোরিকশার দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও প্রায় সন্ধ্যা পর্যন্ত যানবাহন সামনে এগোতে পারেনি। যানজটে আটকে পড়া মাদারীপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের চালক জালাল মিয়া বলেন, ঢাকা সায়েদাবাদ থেকে পণ্য নিয়ে ভোরে রওনা দিয়েছেন। সায়েদাবাদ থেকে মাওয়া আসতে ২ ঘণ্টা ও ফেরি পাড় হয়ে বাংলাবাজার থেকে ডুবিসায়বর বন্দর পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় ৬ ঘণ্টা। ঢাকা থেকে শরীয়তপুরের জাজিরার উদ্দেশে রওনা হওয়া যাত্রী রাসেল আকন জানান, তিনি শুক্রবার ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছেন। মাওয়া থেকে লঞ্চ পাড় হয়ে জাজিরা আসতে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাংলাবাজার ফেরিঘাট ও শরীয়তপুর সংযোগ সড়কে ৪ লেনের কাজ চলায় সকল গাড়ি মাঝিরঘাট-জাজিরা সংযোগ সড়ক দিয়ে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের চলাচল করায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও লকডাউন শিথিল হওয়ায় ছুটির দিনে যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে।