১১ জেলায় করোনায় মৃত্যু ৮৮ শনাক্ত ৭৫২

বগুড়ায় মৃত্যু ১৮

শনাক্ত ১৫৬

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৩ জন। গত শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ

মৃত্যু ১৭

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ হয়ে ৮ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসে করোনা ইউনিটে ৯৯ জনের মৃত্যু।

শুক্রবার ময়মনসিংহ জেলায় নতুন করে ৪৩৬ টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজেটিভ হয়ে মৃত ৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন, জামালপুর জেলার ১ ও শেরপুর জেলার ১ জন। এ বিভাগের বাইরে কিশোরগঞ্জ জেলার ১ জন রয়েছে। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহীতে

মৃত্যু ১৬

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ ও উপসর্গে ৬ জন মারা গেছেন। এছাড়াও করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন, পাবনার ৩জন ও কুষ্টিয়ার ১ জন। নতুন মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ২ জন নারী।

রংপুরে মৃত্যু ১৪ শনাক্ত ৩৩০

নিজস্ব বার্তা পরিবেশক রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা কমেনি। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় দুই নারী সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ১শ ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৭ দিনে বিভাগে ২৩ নারীসহ ২৪১ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায়

মৃত্যু ১১

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গায় মৃত্যু

৮, শনাক্ত ৪৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন করে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ৫ জন ও উপসর্গে ৩ জন মোট ৮ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ গ্রামের বিলাত মোল্লার মেয়ে মনোয়ারা খাতুন (৬০), একই উপজেলার পীরপুর গ্রামের মঙ্গল মন্ডলের মেয়ে বেলী খাতুন (৪৫) , বিজলী রায়, দামুড়হুদা উপজেলার আজহার উদ্দীনের মেয়ে পরিসন খাতুন (৫০) এবং করোনায় মারা যাওয়া একজনের কোন তথ্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম গত শুক্রবার রাতে করোনা আক্রান্তে ৫ জন এবং ৩ জন করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কিশোরগঞ্জে মৃত্যু ৪, শনাক্ত ৮৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান শুক্রবার রাত পৌনে ১২টার সময় জেলার বিগত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি নিয়ে তার প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন ল্যাবে ৩৮৪টি নমুনা পরীক্ষায় নতুন ৮৬ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ভৈরবেই সর্বোচ্চ ৩৭ জন। তবে সুস্থ হয়েছেন ২২ জন। শুক্রবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন এক হাজার ৪৮৩ জন।

বাগেরহাটে

শনাক্ত ২৪

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন করোনা পজিটিভ হয়েছেন। গত শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ২৪ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ১৭২ জন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেছেন ১০৫ জন। গতকাল শনিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

দোহারে

শনাক্ত ৪১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১শত ৯৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ৮১৬ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন গত শুক্রবার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

নবাবগঞ্জে

শনাক্ত ৫৭

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৬ শত ২২ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৫ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ গত শুক্রবার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জাজিরায়

শনাক্ত ১৪

সংবাদদাতা, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যতদিন যাচ্ছে তত বাড়ছে করোনা সংক্রমণের উচ্চমাত্রা। অতীতের সব রেকর্ড ভেঙ্গে করোনায় গত শুক্রবার একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১৪ জন।

রবিবার, ১৮ জুলাই ২০২১ , ৩ শ্রাবন ১৪২৮ ৭ জিলহজ ১৪৪২

১১ জেলায় করোনায় মৃত্যু ৮৮ শনাক্ত ৭৫২

বগুড়ায় মৃত্যু ১৮

শনাক্ত ১৫৬

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৩ জন। গত শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ

মৃত্যু ১৭

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ হয়ে ৮ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসে করোনা ইউনিটে ৯৯ জনের মৃত্যু।

শুক্রবার ময়মনসিংহ জেলায় নতুন করে ৪৩৬ টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ইউনিটে করোনা পজেটিভ হয়ে মৃত ৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন, জামালপুর জেলার ১ ও শেরপুর জেলার ১ জন। এ বিভাগের বাইরে কিশোরগঞ্জ জেলার ১ জন রয়েছে। এছাড়া করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহীতে

মৃত্যু ১৬

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ ও উপসর্গে ৬ জন মারা গেছেন। এছাড়াও করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন, পাবনার ৩জন ও কুষ্টিয়ার ১ জন। নতুন মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ২ জন নারী।

রংপুরে মৃত্যু ১৪ শনাক্ত ৩৩০

নিজস্ব বার্তা পরিবেশক রংপুর

রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা কমেনি। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় দুই নারী সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ১শ ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৭ দিনে বিভাগে ২৩ নারীসহ ২৪১ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায়

মৃত্যু ১১

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গায় মৃত্যু

৮, শনাক্ত ৪৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন করে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ৫ জন ও উপসর্গে ৩ জন মোট ৮ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ গ্রামের বিলাত মোল্লার মেয়ে মনোয়ারা খাতুন (৬০), একই উপজেলার পীরপুর গ্রামের মঙ্গল মন্ডলের মেয়ে বেলী খাতুন (৪৫) , বিজলী রায়, দামুড়হুদা উপজেলার আজহার উদ্দীনের মেয়ে পরিসন খাতুন (৫০) এবং করোনায় মারা যাওয়া একজনের কোন তথ্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম গত শুক্রবার রাতে করোনা আক্রান্তে ৫ জন এবং ৩ জন করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কিশোরগঞ্জে মৃত্যু ৪, শনাক্ত ৮৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান শুক্রবার রাত পৌনে ১২টার সময় জেলার বিগত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি নিয়ে তার প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন ল্যাবে ৩৮৪টি নমুনা পরীক্ষায় নতুন ৮৬ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ভৈরবেই সর্বোচ্চ ৩৭ জন। তবে সুস্থ হয়েছেন ২২ জন। শুক্রবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন এক হাজার ৪৮৩ জন।

বাগেরহাটে

শনাক্ত ২৪

প্রতিনিধি, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন করোনা পজিটিভ হয়েছেন। গত শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ২৪ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন, ৫ হাজার ১৭২ জন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেছেন ১০৫ জন। গতকাল শনিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়।

দোহারে

শনাক্ত ৪১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১শত ৯৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। মোট সুস্থ হয়েছে ৮১৬ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন গত শুক্রবার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

নবাবগঞ্জে

শনাক্ত ৫৭

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৬ শত ২২ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৫ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ গত শুক্রবার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জাজিরায়

শনাক্ত ১৪

সংবাদদাতা, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যতদিন যাচ্ছে তত বাড়ছে করোনা সংক্রমণের উচ্চমাত্রা। অতীতের সব রেকর্ড ভেঙ্গে করোনায় গত শুক্রবার একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ১৪ জন।