বিটিভির ঈদের নাটকে নতুন মাত্রা

ঈদে পাঁচ জনপ্রিয় নাট্যকারের গল্প দিয়ে নাটক তৈরি করেছে বিটিভি। নাটকগুলো পর্যায়ক্রমে ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। এ তালিকায় রয়েছেন ইমদাদুল হক মিলন, পান্থ শাহরিয়ার, বদরুল আনাম সৌদ, চয়নিকা চৌধুরী ও মীর সাব্বির। সব নাটকই প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। ঈদের আগের দিন দেখা যাবে বদরুল আনাম সৌদের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় ‘আকাশ ভাবনা’। ঈদের দিন প্রচার হবে মীর সাব্বিরের রচনা ও সোলেমান হকের প্রযোজনায় নাটক ‘ হাম্বা ডট কম’। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে ইমদাদুল হক মিলনের রচনায় ও নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় নাটক ‘বিয়ের কয়েক দিন আগে’। ঈদের তৃতীয় দিন প্রচার হবে নাটক ‘গৃহমায়া’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। ঈদ আয়োজনের শেষদিনে দেখা যাবে পান্থ শাহরিয়ার রচনায় ও এসএম নোমান হাসান খানের প্রযোজনায় নাটক ‘বকুলের আয়না’।

রবিবার, ১৮ জুলাই ২০২১ , ৩ শ্রাবন ১৪২৮ ৭ জিলহজ ১৪৪২

বিটিভির ঈদের নাটকে নতুন মাত্রা

বিনোদন প্রতিবেদক |

image

ঈদে পাঁচ জনপ্রিয় নাট্যকারের গল্প দিয়ে নাটক তৈরি করেছে বিটিভি। নাটকগুলো পর্যায়ক্রমে ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। এ তালিকায় রয়েছেন ইমদাদুল হক মিলন, পান্থ শাহরিয়ার, বদরুল আনাম সৌদ, চয়নিকা চৌধুরী ও মীর সাব্বির। সব নাটকই প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। ঈদের আগের দিন দেখা যাবে বদরুল আনাম সৌদের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় ‘আকাশ ভাবনা’। ঈদের দিন প্রচার হবে মীর সাব্বিরের রচনা ও সোলেমান হকের প্রযোজনায় নাটক ‘ হাম্বা ডট কম’। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে ইমদাদুল হক মিলনের রচনায় ও নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় নাটক ‘বিয়ের কয়েক দিন আগে’। ঈদের তৃতীয় দিন প্রচার হবে নাটক ‘গৃহমায়া’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। ঈদ আয়োজনের শেষদিনে দেখা যাবে পান্থ শাহরিয়ার রচনায় ও এসএম নোমান হাসান খানের প্রযোজনায় নাটক ‘বকুলের আয়না’।