ঈদে সীমান্ত অভিনীত ৪ নাটক

এবার ঈদেই ৪টি নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। এরমধ্যে তিনটি একক এবং একটি ৭ পর্বের ধারাবাহিক। প্রতিটি নাটকই প্রচার হবে বৈশাখী টিভিতে। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে রোমান রনির রচনা ও পরিচালনা নাটক ‘হাটা জামাই’। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় একক নাটক ‘নয়ন তারা স্টোর’।

ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০মিনিটে প্রচার হবে তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় একক নাটক ‘ভাইয়ের সঙ্গে একান্ত আলাপে’।

প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে রাশেদ সীমান্ত অভিনীত একমাত্র ধারাবাহিক ‘প্রবাসী টাকার মেশিন’। রাশেদ সীমান্ত বলেন, নাটকের গল্পগুলো অসাধারণ, আছে চরিত্রের বৈপরিত্য। সবমিলিয়ে ঈদের এ নাটকগুলোতে কাজ করে অনেক ভালো লেগেছে আমার। আমার যারা দর্শক তাদেরও নাটকগুলো দেখে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সৌখিন অভিনেতা রাশেদ সীমান্ত পেশাগত জীবনে বৈশাখী টেলিভিশনের মার্কেটিং ইনচার্জ।

সোমবার, ১৯ জুলাই ২০২১ , ৪ শ্রাবন ১৪২৮ ৮ জিলহজ ১৪৪২

ঈদে সীমান্ত অভিনীত ৪ নাটক

বিনোদন প্রতিবেদক |

image

এবার ঈদেই ৪টি নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। এরমধ্যে তিনটি একক এবং একটি ৭ পর্বের ধারাবাহিক। প্রতিটি নাটকই প্রচার হবে বৈশাখী টিভিতে। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে রোমান রনির রচনা ও পরিচালনা নাটক ‘হাটা জামাই’। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় একক নাটক ‘নয়ন তারা স্টোর’।

ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০মিনিটে প্রচার হবে তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় একক নাটক ‘ভাইয়ের সঙ্গে একান্ত আলাপে’।

প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে রাশেদ সীমান্ত অভিনীত একমাত্র ধারাবাহিক ‘প্রবাসী টাকার মেশিন’। রাশেদ সীমান্ত বলেন, নাটকের গল্পগুলো অসাধারণ, আছে চরিত্রের বৈপরিত্য। সবমিলিয়ে ঈদের এ নাটকগুলোতে কাজ করে অনেক ভালো লেগেছে আমার। আমার যারা দর্শক তাদেরও নাটকগুলো দেখে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সৌখিন অভিনেতা রাশেদ সীমান্ত পেশাগত জীবনে বৈশাখী টেলিভিশনের মার্কেটিং ইনচার্জ।