পারিবারিক মূল্যবোধের গল্পে ‘নতুন ঠিকানায়’

নির্মিত হলো ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’। নাটকটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল এবং রচনা করেছেন জায়েদ জুলহাস। নাটকটি ঢাকার উত্তরায় বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, জেরিন খান রতœা, নীলা ইসলাম, জায়েদ জুলহাস, তাহমিনা সংগীতা। চিত্রগ্রাহক-রাজন রম, নির্বাহী প্রযোজক এনএফ আজমীর। নাটকটি ঈদের তৃতীয় দিন শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ‘লকডাউনের কারণে বেশি নাটকের শুটিং করা হয়নি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। তাসনুভা তিশা বলেন, ‘অনেকদিন পর অসাধারণ একটি গল্পে কাজ করেছি, যেখানে একজন নারী মা হতে না পারার কারণে সংসার জীবনে নেমে আসা অন্ধকারের গল্প তুলে ধরা হয়েছে। এই নাটকটিতে কাজ করে আমি তৃপ্তি পেয়েছি।’ নাটকটির পরিচালক জুয়েল বলেন, ‘ঈদকে সামনে রেখে আমি এই নাটকে একটি পারিবারিক মূল্যবোধের গল্প বলার চেষ্টা করেছি। পারিবারিক ও সামাজিক চাওয়া পাওয়ার কাছে হেরে যাওয়া একজন নারীর জীবনের গল্প এই নাটকটিতে তুলে ধরেছি। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে।’

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ , ৫ শ্রাবন ১৪২৮ ৯ জিলহজ ১৪৪২

পারিবারিক মূল্যবোধের গল্পে ‘নতুন ঠিকানায়’

নিজস্ব বার্তা পরিবেশক |

image

নির্মিত হলো ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’। নাটকটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল এবং রচনা করেছেন জায়েদ জুলহাস। নাটকটি ঢাকার উত্তরায় বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, জেরিন খান রতœা, নীলা ইসলাম, জায়েদ জুলহাস, তাহমিনা সংগীতা। চিত্রগ্রাহক-রাজন রম, নির্বাহী প্রযোজক এনএফ আজমীর। নাটকটি ঈদের তৃতীয় দিন শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ‘লকডাউনের কারণে বেশি নাটকের শুটিং করা হয়নি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। তাসনুভা তিশা বলেন, ‘অনেকদিন পর অসাধারণ একটি গল্পে কাজ করেছি, যেখানে একজন নারী মা হতে না পারার কারণে সংসার জীবনে নেমে আসা অন্ধকারের গল্প তুলে ধরা হয়েছে। এই নাটকটিতে কাজ করে আমি তৃপ্তি পেয়েছি।’ নাটকটির পরিচালক জুয়েল বলেন, ‘ঈদকে সামনে রেখে আমি এই নাটকে একটি পারিবারিক মূল্যবোধের গল্প বলার চেষ্টা করেছি। পারিবারিক ও সামাজিক চাওয়া পাওয়ার কাছে হেরে যাওয়া একজন নারীর জীবনের গল্প এই নাটকটিতে তুলে ধরেছি। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে।’