১৫ ব্যান্ডের গান নিয়ে বিটিভির ব্যান্ড শো

ঈদে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আয়োজনে থাকছে ব্যান্ড সংগীতের আয়োজন। যে অনুষ্ঠানগুলোতে গান গেয়েছে দেশের খ্যাতনামা ১৫টি ব্যান্ড। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘রক কার্নিভাল’। ৮টি স্বনামধন্য ব্যান্ডের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে ব্যান্ড অংশগ্রহণ করছে চিরকুট, আর্বোভাইরাস, ব্লাক, নোভা, মেকানিক্স, ইনডালো, পেন্টাগন এবং ব্যান্ড ট্রেইনরেক। ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় ‘রক কার্নিভাল’ উপস্থাপনা করেছেন মুনিয়া ইসলাম। ঈদের ৪র্থ দিন বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘হাসতে দেখো গাইতে দেখো’। নীল হুরে জাহানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। এ আয়োজনে গাইবে ব্যান্ড সিম্পনী, পার্থিব, এফ মাইনর, শহরতলী। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮ টা ৪৫ মিনিটে শাহ জামান মিয়ার প্রযোজনায় প্রচারিত হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। এ আয়োজনে গাইবে ব্যান্ড কিশোর অ্যান্ড ফ্রেন্ডস, নরদান স্টার, রেশমি ও মাটি।

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ , ৫ শ্রাবন ১৪২৮ ৯ জিলহজ ১৪৪২

১৫ ব্যান্ডের গান নিয়ে বিটিভির ব্যান্ড শো

বিনোদন প্রতিবেদক |

image

ঈদে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আয়োজনে থাকছে ব্যান্ড সংগীতের আয়োজন। যে অনুষ্ঠানগুলোতে গান গেয়েছে দেশের খ্যাতনামা ১৫টি ব্যান্ড। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘রক কার্নিভাল’। ৮টি স্বনামধন্য ব্যান্ডের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে ব্যান্ড অংশগ্রহণ করছে চিরকুট, আর্বোভাইরাস, ব্লাক, নোভা, মেকানিক্স, ইনডালো, পেন্টাগন এবং ব্যান্ড ট্রেইনরেক। ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় ‘রক কার্নিভাল’ উপস্থাপনা করেছেন মুনিয়া ইসলাম। ঈদের ৪র্থ দিন বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘হাসতে দেখো গাইতে দেখো’। নীল হুরে জাহানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। এ আয়োজনে গাইবে ব্যান্ড সিম্পনী, পার্থিব, এফ মাইনর, শহরতলী। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮ টা ৪৫ মিনিটে শাহ জামান মিয়ার প্রযোজনায় প্রচারিত হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। এ আয়োজনে গাইবে ব্যান্ড কিশোর অ্যান্ড ফ্রেন্ডস, নরদান স্টার, রেশমি ও মাটি।