গীতাঞ্জলির আয়োজনে উপহার পেলেন দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও শিল্পী

ঈদের আগে গীতাঞ্জলির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন উত্তরা জনপদের প্রায় দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও শিল্পীরা। ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক আয়োজিত করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে ভালবাসার উপহার সামগ্রী ও আর্থিক প্রণোদনা প্রদানের এটি ছিল ২৯ তম পর্ব। যা শুরু হয় গত ২০২০ সালের মার্চ থেকে এবং অদ্যাবধি তা চলছে বলে জানিয়েছেন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাহবুব আমিন মিঠু।

গত ১৮ জুলাই, রবিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এমপি উপস্থিত থেকে সংস্কৃতিকর্মীদের হাতে এ উপহার তুলে দেন।

শনিবার, ২৪ জুলাই ২০২১ , ৮ শ্রাবন ১৪২৮ ১২ জিলহজ ১৪৪২

গীতাঞ্জলির আয়োজনে উপহার পেলেন দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও শিল্পী

বিনোদন প্রতিবেদক |

image

ঈদের আগে গীতাঞ্জলির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন উত্তরা জনপদের প্রায় দুই শতাধিক সংস্কৃতিকর্মী ও শিল্পীরা। ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক আয়োজিত করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে ভালবাসার উপহার সামগ্রী ও আর্থিক প্রণোদনা প্রদানের এটি ছিল ২৯ তম পর্ব। যা শুরু হয় গত ২০২০ সালের মার্চ থেকে এবং অদ্যাবধি তা চলছে বলে জানিয়েছেন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাহবুব আমিন মিঠু।

গত ১৮ জুলাই, রবিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এমপি উপস্থিত থেকে সংস্কৃতিকর্মীদের হাতে এ উপহার তুলে দেন।