ঈদে ২৫ নাটকে অভিনয় করেছেন রেশমী

টিভির নাটকে কখনো মা, কখনও বোন আবার কখনও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন রেশমী। এবারের ঈদে ২৫টিরও বেশি নাটকে রেশমী অভিনয় করেছেন। এবারের ঈদে রেশমী’কে দেখা যাবে ইমরাউল রাফাতের ‘অভিশাপ’, মিলন ভট্টের ‘ময়নাতারা স্টোর’, অলোক হাসানের ‘ব্লেড লাইলি ভিএস ঘুড়ি মাস্টার’, ভিকি জায়েদের ‘প্রিয় আদনান’, তারেক রহমানের ‘বখাটে প্রেমিক’, ‘রূপকথা’, সরদার রোকনের ‘ব্যাগবন্দী স্বপ্ন’, নেয়ামুলের ‘হাওয়াই মিঠাই’, আসাদের ‘তুমি কোন গগনের তারা’, রানা সুব্রত’র ‘এক বরষায়’, রাহাত মাহমুদের ‘প্রিয়তমা’, সাইফ চন্দনের ‘পোস্টার’, হাবিব শাকীলের ‘সৎ মা’, রিংকুর ‘স্রোতের বিপরীতে’, বর্ণনাথের ‘আজ মায়ের বিয়ে’, ফজলুল হকের ‘বদভ্যাস’, ফুয়াদের ‘বহুরূপী’, তমাল মাহবুবের ‘হোম ডেলিভারি’, অপূর্ব আমিনের ‘কপাল’, শহীদ শরীফের ‘ভালোবাসার দ্বিতীয় অধ্যায়’, ফরিদ উদ্দিনের ‘ট্যাক্সি’, সজীবের ‘মায়ের চিঠি’, ইদ্রিস হায়দারের ‘ক্রাইসিস’, নয়ন বাবুর ‘শ^শুরবাড়ি কোরবানি’। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে রেশমী বলেন, ‘ প্রত্যেকটি নাটকেই আমার চরিত্র ভিন্ন ভিন্ন ধরনের। একটি নাটকের গল্প থেকে আরেকটি নাটকের গল্পে চরিত্রে প্রবেশ করাটা অনেক কঠিন। কিন্তু কঠিন এই কাজটিই আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হয়েছে।

আমি প্রত্যেক নাটকের পরিচালকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ রেশমী জানান তার অভিনীত বেশ কয়েকটি সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ও ‘কসাই’, নেয়ামুলের ‘গাঙচিল’, রশীদ পলাশের ‘পদ্মপুরাণ’, সৈকত নাসিরের ‘বর্ডার’, মনতাজুর রহমান আকবরের ‘আয়না’। রেশমা জানান অন্তরীপ প্রোডাকশনের ব্যানারে তার অভিনীত জহির করিম রচিত তিনটি নাটকও এবারের ঈদে প্রচার হবে।

রবিবার, ২৫ জুলাই ২০২১ , ৯ শ্রাবন ১৪২৮ ১৩ জিলহজ ১৪৪২

ঈদে ২৫ নাটকে অভিনয় করেছেন রেশমী

বিনোদন প্রতিবেদক |

image

টিভির নাটকে কখনো মা, কখনও বোন আবার কখনও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেন রেশমী। এবারের ঈদে ২৫টিরও বেশি নাটকে রেশমী অভিনয় করেছেন। এবারের ঈদে রেশমী’কে দেখা যাবে ইমরাউল রাফাতের ‘অভিশাপ’, মিলন ভট্টের ‘ময়নাতারা স্টোর’, অলোক হাসানের ‘ব্লেড লাইলি ভিএস ঘুড়ি মাস্টার’, ভিকি জায়েদের ‘প্রিয় আদনান’, তারেক রহমানের ‘বখাটে প্রেমিক’, ‘রূপকথা’, সরদার রোকনের ‘ব্যাগবন্দী স্বপ্ন’, নেয়ামুলের ‘হাওয়াই মিঠাই’, আসাদের ‘তুমি কোন গগনের তারা’, রানা সুব্রত’র ‘এক বরষায়’, রাহাত মাহমুদের ‘প্রিয়তমা’, সাইফ চন্দনের ‘পোস্টার’, হাবিব শাকীলের ‘সৎ মা’, রিংকুর ‘স্রোতের বিপরীতে’, বর্ণনাথের ‘আজ মায়ের বিয়ে’, ফজলুল হকের ‘বদভ্যাস’, ফুয়াদের ‘বহুরূপী’, তমাল মাহবুবের ‘হোম ডেলিভারি’, অপূর্ব আমিনের ‘কপাল’, শহীদ শরীফের ‘ভালোবাসার দ্বিতীয় অধ্যায়’, ফরিদ উদ্দিনের ‘ট্যাক্সি’, সজীবের ‘মায়ের চিঠি’, ইদ্রিস হায়দারের ‘ক্রাইসিস’, নয়ন বাবুর ‘শ^শুরবাড়ি কোরবানি’। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে রেশমী বলেন, ‘ প্রত্যেকটি নাটকেই আমার চরিত্র ভিন্ন ভিন্ন ধরনের। একটি নাটকের গল্প থেকে আরেকটি নাটকের গল্পে চরিত্রে প্রবেশ করাটা অনেক কঠিন। কিন্তু কঠিন এই কাজটিই আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হয়েছে।

আমি প্রত্যেক নাটকের পরিচালকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে নাটকে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ রেশমী জানান তার অভিনীত বেশ কয়েকটি সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ও ‘কসাই’, নেয়ামুলের ‘গাঙচিল’, রশীদ পলাশের ‘পদ্মপুরাণ’, সৈকত নাসিরের ‘বর্ডার’, মনতাজুর রহমান আকবরের ‘আয়না’। রেশমা জানান অন্তরীপ প্রোডাকশনের ব্যানারে তার অভিনীত জহির করিম রচিত তিনটি নাটকও এবারের ঈদে প্রচার হবে।