যুক্তরাষ্ট্রে বিএসইসির ‘রোড শো’ শুরু আজ

দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে ‘রোড শো’ অনুষ্ঠিত হবে।

গতকাল বিএসইসি সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসির আয়োজনে ‘রোড শো’ আজ থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে। ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার : পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক এ রোড শো যুক্তরাষ্ট্রের ৪টি শহরে অনুষ্ঠিত হবে।

আজ রোড শো’র উদ্বোধন হবে নিউইয়র্কে। এরপর ২৮ জুলাই ওয়াশিংটন ডিসি, ৩০ জুলাই লস এঞ্জেলস এবং ২ আগস্ট সান ফ্রান্সিসকোতে শেষ রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

এদিকে রোড শো’তে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রতিনিধিরা।

বিএসইসি আয়োজিত রোড শো’তে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিডা, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, দেশি ও বিদেশি বিভিন্ন ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও রোড শো’তে যোগ দেবেন বলে জানা গেছে। এবারের রোড শো’র সৌজন্যে রয়েছে ওয়ালটন, ইস্টার্ন ব্যাংক ও নগদ। রোড শো’র আয়োজনের সহায়তা করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।

সোমবার, ২৬ জুলাই ২০২১ , ১০ শ্রাবন ১৪২৮ ১৪ জিলহজ ১৪৪২

যুক্তরাষ্ট্রে বিএসইসির ‘রোড শো’ শুরু আজ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে ‘রোড শো’ অনুষ্ঠিত হবে।

গতকাল বিএসইসি সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসির আয়োজনে ‘রোড শো’ আজ থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে। ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার : পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক এ রোড শো যুক্তরাষ্ট্রের ৪টি শহরে অনুষ্ঠিত হবে।

আজ রোড শো’র উদ্বোধন হবে নিউইয়র্কে। এরপর ২৮ জুলাই ওয়াশিংটন ডিসি, ৩০ জুলাই লস এঞ্জেলস এবং ২ আগস্ট সান ফ্রান্সিসকোতে শেষ রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শো’তে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

এদিকে রোড শো’তে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রতিনিধিরা।

বিএসইসি আয়োজিত রোড শো’তে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিডা, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, দেশি ও বিদেশি বিভিন্ন ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও রোড শো’তে যোগ দেবেন বলে জানা গেছে। এবারের রোড শো’র সৌজন্যে রয়েছে ওয়ালটন, ইস্টার্ন ব্যাংক ও নগদ। রোড শো’র আয়োজনের সহায়তা করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।