১২ জেলায় করোনায় মৃত্যু ৫৯ শনাক্ত ৭১১

ঈশ্বরদীতে মৃত্যু

১১, শনাক্ত ৭০

প্রতিনিধি, ঈশ্বরদী, পাবনা

ঈশ্বরদীতে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একই পরিবারের দু’জন ১ ঘণ্টার ব্যবধানে মারা গেছে। তারা দুজন হলো মা ছেলে। শনিবার সকাল ৬টা থেকে ঈশ্বরদী পৌর এলাকার গোরস্তান পারার ফেকু মণ্ডল এর ছেলে রনজিত আলম এবং তার মা নসিরন দেওয়ান সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন পৌর এলাকার আলীবদি রোড়ের মঞ্জুরা বেগম, ছলিমপুর ইউপি ভাড়ইমারী উত্তর পাড়া গ্রামের কাসেম সরদারের ছেলে নান্টু সরদার, দাশুড়িয়া ইউপি হামেদ মোল্লার ছেলে কাদের মোল্লা, দাশুড়িয়া ডিগ্রী পাড়ার পিয়ারা খাতুন, দাদাপুর গ্রামের রনি প্রামানিক ছেলে হারেজ প্রামানিক এছাড়াও সাড়া ইউপির চানমারি এলাকার কবির হোসেন, মুলাডুলির ডাক্তার নজরুল ইসলাম, ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালীর তোফাজ্জল হোসেন, পাকশী ইউপির আব্দুল রহিম। মৃত ব্যক্তিগণ করোনার উপসর্গ নিয়ে কেউ বাড়িতে অথবা রামেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাগেরহাটে মৃত্যু

২, শনাক্ত ১১৫

আজাদুল হক, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। কোরবানির ঈদের পর গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৪২০ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ১১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৫৫৫ জন। আর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৪ জন। রবিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির রোববার সকালে এ প্রতিবেদককে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সিরাজগঞ্জে মৃত্যু

৩, শনাক্ত ৯৮

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

স্বাস্থ্যবিধি না মানাসহ মুখে মাস্ক ব্যবহারে অনীহার কারণে দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা সিরাজগঞ্জে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আক্রান্ত হয়েছে ৯৮ জন। মৃত ব্যক্তিদের মধ্যে রায়গঞ্জ উপজেলায় ১ জন, বেলকুচি ১ জন, উল্লাপাড়ায় ১ জন। সিরাজগঞ্জ শহরের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় এই ৯৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৯ ভাগ। জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। রোববার নতুন করে ৭ করোনা রোগী ভর্তি করা হয়। তাছাড়াও ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামাপদ রায় জানান।

বেলাবতে শনাক্ত ১৬

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)

গত ২৪ ঘণ্টায় নরসিংদীর বেলাবতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যু হয়েছে ৮ জনের। এই ১৬ জন নতুন আক্রান্তসহ উপজেলায় মোট আক্রান্ত ৩০৯ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্যমতে গত ১০ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১৩৬ জন। ২৪ ঘণ্টায় ৩০৬ জনের পরীক্ষায় ১২০ জন করোনা আক্রান্ত হয়। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৬ হাজার ৯৫ জন। গত তিনদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৬ গুণ বেশি।

১৫ জুলাই থেকে ২৪ জুলাই এই ১০ দিনে আক্রান্ত শতাধিক। এরপরেও বাজার, চায়ের স্টল, মোড়ের দোকানপাটগুলোতে যে ভিড় আর আড্ডা তাতে এটা স্পষ্ট অনুমেয় যে আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি। জেলার শিবপুর উপজেলায় সর্বাধিক ৫০ জন আক্রান্ত।

কিশোরগঞ্জে মৃত্যু

৩, শনাক্ত ৬৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, সদরের ৩৫ বছরের, বাজিতপুরের ৬০ বছরের, আর নিকলীর ৬৩ বছরের তিন পুরুষ করোনা রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধনি অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৩৬ জন। অন্যদিকে ২২০টি নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৩ জন, যার ৪৩ জনই সদরের। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন, যার ২৮ জনই সদরের। শনিবার রাতে জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট এক হাজার ৮৪৩ জন।

মহাদেবপুরে

শনাক্ত ২

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরও দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন উপজেলার এনায়েতপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (৬) ও সফাপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে ফাহিম (২৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে নয়জনের নমুনা পরীক্ষা করে ওই দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন পিসিআর ল্যাব থেকে কোন রিপোর্ট আসেনি। এদিন ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এনিয়ে এই উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৬ জন। আর মারা গেছেন ১৬ জন। উপজেলায় এখন করোনায় আক্রান্ত রয়েছেন ২৭ জন।

ডোমারে শনাক্ত ১১

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)

নীলফামারীর ডোমারে গত ২৪ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে। গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের নমুনা সংগ্রহে এ্যান্টিজেন পরীক্ষায় ১০ জন ও দিনাজপুর পিসিআর ল্যাবের রিপোর্টে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. রায়হান বারী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩৭ জন, সুস্থ হয়েছে ১৭৫ জন, চিকিৎসাধীন রয়েছে ৫১ জন ও মারা গেছে ১১ জন।

রামেকে মৃত্যু ১৪

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

গাইবান্ধায় মৃত্যু

১, শনাক্ত ৮৫

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় শনিবার করোনা ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৮৫ জন। সদর উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬, গোবিন্দগঞ্জে ১৪,পলাশবাড়িতে ১৬ জন, সাদুল্যাপুরে ১২, সুন্দরগঞ্জে ১২, ফুলছড়িতে ২ এবং সাঘাটায় ৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩১ জন। আইসোলেশনে আছে ১ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪০ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩২ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চুয়াডাঙ্গায় মৃত্যু

৫, শনাক্ত ৬৯

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন করে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ৪ জন মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করে আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২০ জন, দামুড়হুদা উপজেলায় ১০ জন ও জীবননগর উপজেলায় ১১ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৬০ জন।

ময়মনসিংহে মৃত্যু

১৭, শনক্ত ১৮৪

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা রোগীর চাপ বাড়ছে। করোনা ইউনিটে গত শুক্রবার সকাল ৮ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজিটিভ হয়ে ১০ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, এ হাসপাতালে করোনা ইউনিটে ক্রমাগত করোনা রোগীর চাপ বাড়ছে। বাড়তি রোগীর চাপ সামলাতে ট্রায়াজ মিস্টেম ও ফ্লু কর্ণারকে আরও বেশি সক্রিয় করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে

মৃত্যু ৩

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৪ জনে। অপরদিকে ৩৩৩টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৪১ জনে। ইতোমধ্যে ৩৯২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ৩০.৬৩ শতাংশ।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার, ২৬ জুলাই ২০২১ , ১০ শ্রাবন ১৪২৮ ১৪ জিলহজ ১৪৪২

১২ জেলায় করোনায় মৃত্যু ৫৯ শনাক্ত ৭১১

ঈশ্বরদীতে মৃত্যু

১১, শনাক্ত ৭০

প্রতিনিধি, ঈশ্বরদী, পাবনা

ঈশ্বরদীতে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একই পরিবারের দু’জন ১ ঘণ্টার ব্যবধানে মারা গেছে। তারা দুজন হলো মা ছেলে। শনিবার সকাল ৬টা থেকে ঈশ্বরদী পৌর এলাকার গোরস্তান পারার ফেকু মণ্ডল এর ছেলে রনজিত আলম এবং তার মা নসিরন দেওয়ান সকাল ৮টার দিকে মৃত্যুবরণ করেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন পৌর এলাকার আলীবদি রোড়ের মঞ্জুরা বেগম, ছলিমপুর ইউপি ভাড়ইমারী উত্তর পাড়া গ্রামের কাসেম সরদারের ছেলে নান্টু সরদার, দাশুড়িয়া ইউপি হামেদ মোল্লার ছেলে কাদের মোল্লা, দাশুড়িয়া ডিগ্রী পাড়ার পিয়ারা খাতুন, দাদাপুর গ্রামের রনি প্রামানিক ছেলে হারেজ প্রামানিক এছাড়াও সাড়া ইউপির চানমারি এলাকার কবির হোসেন, মুলাডুলির ডাক্তার নজরুল ইসলাম, ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালীর তোফাজ্জল হোসেন, পাকশী ইউপির আব্দুল রহিম। মৃত ব্যক্তিগণ করোনার উপসর্গ নিয়ে কেউ বাড়িতে অথবা রামেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাগেরহাটে মৃত্যু

২, শনাক্ত ১১৫

আজাদুল হক, বাগেরহাট

করোনা মহামারীতে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। কোরবানির ঈদের পর গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৪২০ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ১১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৫৫৫ জন। আর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৪ জন। রবিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির রোববার সকালে এ প্রতিবেদককে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

সিরাজগঞ্জে মৃত্যু

৩, শনাক্ত ৯৮

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

স্বাস্থ্যবিধি না মানাসহ মুখে মাস্ক ব্যবহারে অনীহার কারণে দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা সিরাজগঞ্জে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আক্রান্ত হয়েছে ৯৮ জন। মৃত ব্যক্তিদের মধ্যে রায়গঞ্জ উপজেলায় ১ জন, বেলকুচি ১ জন, উল্লাপাড়ায় ১ জন। সিরাজগঞ্জ শহরের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় এই ৯৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৯ ভাগ। জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। রোববার নতুন করে ৭ করোনা রোগী ভর্তি করা হয়। তাছাড়াও ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন রামাপদ রায় জানান।

বেলাবতে শনাক্ত ১৬

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)

গত ২৪ ঘণ্টায় নরসিংদীর বেলাবতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যু হয়েছে ৮ জনের। এই ১৬ জন নতুন আক্রান্তসহ উপজেলায় মোট আক্রান্ত ৩০৯ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্যমতে গত ১০ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১৩৬ জন। ২৪ ঘণ্টায় ৩০৬ জনের পরীক্ষায় ১২০ জন করোনা আক্রান্ত হয়। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৬ হাজার ৯৫ জন। গত তিনদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৬ গুণ বেশি।

১৫ জুলাই থেকে ২৪ জুলাই এই ১০ দিনে আক্রান্ত শতাধিক। এরপরেও বাজার, চায়ের স্টল, মোড়ের দোকানপাটগুলোতে যে ভিড় আর আড্ডা তাতে এটা স্পষ্ট অনুমেয় যে আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি। জেলার শিবপুর উপজেলায় সর্বাধিক ৫০ জন আক্রান্ত।

কিশোরগঞ্জে মৃত্যু

৩, শনাক্ত ৬৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, সদরের ৩৫ বছরের, বাজিতপুরের ৬০ বছরের, আর নিকলীর ৬৩ বছরের তিন পুরুষ করোনা রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধনি অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৩৬ জন। অন্যদিকে ২২০টি নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৩ জন, যার ৪৩ জনই সদরের। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন, যার ২৮ জনই সদরের। শনিবার রাতে জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট এক হাজার ৮৪৩ জন।

মহাদেবপুরে

শনাক্ত ২

প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরও দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন উপজেলার এনায়েতপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (৬) ও সফাপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে ফাহিম (২৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে নয়জনের নমুনা পরীক্ষা করে ওই দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন পিসিআর ল্যাব থেকে কোন রিপোর্ট আসেনি। এদিন ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়। এনিয়ে এই উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৬ জন। আর মারা গেছেন ১৬ জন। উপজেলায় এখন করোনায় আক্রান্ত রয়েছেন ২৭ জন।

ডোমারে শনাক্ত ১১

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)

নীলফামারীর ডোমারে গত ২৪ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে। গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের নমুনা সংগ্রহে এ্যান্টিজেন পরীক্ষায় ১০ জন ও দিনাজপুর পিসিআর ল্যাবের রিপোর্টে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. রায়হান বারী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩৭ জন, সুস্থ হয়েছে ১৭৫ জন, চিকিৎসাধীন রয়েছে ৫১ জন ও মারা গেছে ১১ জন।

রামেকে মৃত্যু ১৪

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

গাইবান্ধায় মৃত্যু

১, শনাক্ত ৮৫

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় শনিবার করোনা ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৮৫ জন। সদর উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬, গোবিন্দগঞ্জে ১৪,পলাশবাড়িতে ১৬ জন, সাদুল্যাপুরে ১২, সুন্দরগঞ্জে ১২, ফুলছড়িতে ২ এবং সাঘাটায় ৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩১ জন। আইসোলেশনে আছে ১ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪০ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩২ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চুয়াডাঙ্গায় মৃত্যু

৫, শনাক্ত ৬৯

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন করে ৩৩২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ৪ জন মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করে আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ২০ জন, দামুড়হুদা উপজেলায় ১০ জন ও জীবননগর উপজেলায় ১১ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৬০ জন।

ময়মনসিংহে মৃত্যু

১৭, শনক্ত ১৮৪

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা রোগীর চাপ বাড়ছে। করোনা ইউনিটে গত শুক্রবার সকাল ৮ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজিটিভ হয়ে ১০ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, এ হাসপাতালে করোনা ইউনিটে ক্রমাগত করোনা রোগীর চাপ বাড়ছে। বাড়তি রোগীর চাপ সামলাতে ট্রায়াজ মিস্টেম ও ফ্লু কর্ণারকে আরও বেশি সক্রিয় করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে

মৃত্যু ৩

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৪ জনে। অপরদিকে ৩৩৩টি নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৪১ জনে। ইতোমধ্যে ৩৯২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ৩০.৬৩ শতাংশ।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।