বাংলাভিশনে প্রচার হচ্ছে ‘মুঘল ফ্যামিলি’

বাংলাভিশনের ঈদের ৭ পবের্র বিশেষ ধারাবাহিক নাটক ‘মুঘল ফ্যামিলি’ প্রচার হচ্ছে প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে। আজ প্রচার হবে এর ষষ্ঠ পর্ব নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমি হামিদ, মামুনুর রশীদ, শাহানাজ খুশি, আরফান আহমেদ, ফারজানা চুমকি, জয় রাজ, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, শাকিলা আকতার, জাহানগীর আলম, রেজওয়ান পারভেজ, আফরিন মোহনা প্রমুখ। প্রযোজনা সিডি চয়েজ।

গল্পে দেখা যায়, উত্তরবঙ্গের গ্রামের মোটামুটি সচ্ছল একটি পরিবারকে ঘিরে ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে। পরিবারটির সদস্যরা নিজেদের গ্রামের আর সব মানুষের চাইতে আলাদা শ্রেণীর মনে করে। আধুনিক শহুরে জীবনযাপনের আপ্রাণ চেষ্টা তাদের। এমন কি গ্রামের আঞ্চলিক ভাষায় কথাও বলতে চায় না তারা। শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে-তবে তা প্রায়শ অপভ্রংশ হয়। তাদের এসব কর্মকান্ড গ্রামের মানুষের কাছে পছন্দ হয় না। তাই বিদ্রƒপ করে এই পরিবারের নাম দিয়েছে ‘মুঘল ফ্যামিলি’। আড়ালে অসাক্ষাতে এ পরিবারের লোকজনকে নিয়ে মানুষ হাসাহাসিও করে।

মুঘল ফ্যামিলির সদস্যরা নিজেদের আধুনিকতা প্রকাশ করতে গিয়ে নানা রকম উদ্ভট কা- ঘটিয়ে থাকে; যা মানুষে হাসির খোরাকে পরিণত হয়। এদিকে পরিবারে সব ভাই বোনেরই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছেÑ এ নিয়ে সবার মনের মধ্যে চরম হতাশা বিরাজ করে। এই অদ্ভুত মুঘল ফ্যামিলির অদ্ভুত সব ঘটনা নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের কাহিনী।

সোমবার, ২৬ জুলাই ২০২১ , ১০ শ্রাবন ১৪২৮ ১৪ জিলহজ ১৪৪২

বাংলাভিশনে প্রচার হচ্ছে ‘মুঘল ফ্যামিলি’

বিনোদন প্রতিবেদক

image

বাংলাভিশনের ঈদের ৭ পবের্র বিশেষ ধারাবাহিক নাটক ‘মুঘল ফ্যামিলি’ প্রচার হচ্ছে প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে। আজ প্রচার হবে এর ষষ্ঠ পর্ব নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমি হামিদ, মামুনুর রশীদ, শাহানাজ খুশি, আরফান আহমেদ, ফারজানা চুমকি, জয় রাজ, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, শাকিলা আকতার, জাহানগীর আলম, রেজওয়ান পারভেজ, আফরিন মোহনা প্রমুখ। প্রযোজনা সিডি চয়েজ।

গল্পে দেখা যায়, উত্তরবঙ্গের গ্রামের মোটামুটি সচ্ছল একটি পরিবারকে ঘিরে ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে। পরিবারটির সদস্যরা নিজেদের গ্রামের আর সব মানুষের চাইতে আলাদা শ্রেণীর মনে করে। আধুনিক শহুরে জীবনযাপনের আপ্রাণ চেষ্টা তাদের। এমন কি গ্রামের আঞ্চলিক ভাষায় কথাও বলতে চায় না তারা। শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে-তবে তা প্রায়শ অপভ্রংশ হয়। তাদের এসব কর্মকান্ড গ্রামের মানুষের কাছে পছন্দ হয় না। তাই বিদ্রƒপ করে এই পরিবারের নাম দিয়েছে ‘মুঘল ফ্যামিলি’। আড়ালে অসাক্ষাতে এ পরিবারের লোকজনকে নিয়ে মানুষ হাসাহাসিও করে।

মুঘল ফ্যামিলির সদস্যরা নিজেদের আধুনিকতা প্রকাশ করতে গিয়ে নানা রকম উদ্ভট কা- ঘটিয়ে থাকে; যা মানুষে হাসির খোরাকে পরিণত হয়। এদিকে পরিবারে সব ভাই বোনেরই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছেÑ এ নিয়ে সবার মনের মধ্যে চরম হতাশা বিরাজ করে। এই অদ্ভুত মুঘল ফ্যামিলির অদ্ভুত সব ঘটনা নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের কাহিনী।