সূচক ও শেয়ারদর কমলেও লেনদেন বেড়েছে

ঈদুল আজহা পরবর্তী প্রথম কার্যদিবস উত্থান হলেও দ্বিতীয় কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে।

গতকাল ডিএসইএক্স সূচকটি ২০.১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪০৪.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯০.২৬ পয়েন্টে এবং দুই হাজার ৩২২.৭৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকার যা আগের দিন থেকে ৭৪ কোটি ২৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির বা ২৯.৬৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৯টির বা ৬১.২৩ শতাংশের এবং ৩৪টির বা ৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩২.২১ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৭৫টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার সাউথইস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১১টির বা ২৯.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৮১ শতাংশ, সোনালী পেপারের ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৭.৭৪ শতাংশ, ইসলামিক ইন্স্যুরেন্সের ৭.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৫৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ৫.২৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৯টির বা ৬১.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১২.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৫০ টাকায়। অর্থাৎ গতকাল ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ৫.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৪.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৩৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, ইমাম বাটনের ৪.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৩.৯৮ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র লেনদেনের শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির মোট ৭৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি মোট ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৬২৫টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৯৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৬৮ লাখ টাকা। বিএটিবিসি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ লাখ ৮৮ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ২ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ফু-ওয়াং সিরামিকস, জিপিএইচ ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এস.এস স্টিল ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ , ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

সূচক ও শেয়ারদর কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

ঈদুল আজহা পরবর্তী প্রথম কার্যদিবস উত্থান হলেও দ্বিতীয় কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে।

গতকাল ডিএসইএক্স সূচকটি ২০.১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪০৪.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯০.২৬ পয়েন্টে এবং দুই হাজার ৩২২.৭৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকার যা আগের দিন থেকে ৭৪ কোটি ২৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির বা ২৯.৬৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২২৯টির বা ৬১.২৩ শতাংশের এবং ৩৪টির বা ৯.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩২.২১ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৭৫টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার সাউথইস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১১টির বা ২৯.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৮১ শতাংশ, সোনালী পেপারের ৮.৪৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৭.৭৪ শতাংশ, ইসলামিক ইন্স্যুরেন্সের ৭.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৫৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ৫.২৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৯টির বা ৬১.২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১২.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৫০ টাকায়। অর্থাৎ গতকাল ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ৫.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৪.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৩৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ, ইমাম বাটনের ৪.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৩.৯৮ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র লেনদেনের শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির মোট ৭৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি মোট ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৬২৫টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৯৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৬৮ লাখ টাকা। বিএটিবিসি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ লাখ ৮৮ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ২ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ফু-ওয়াং সিরামিকস, জিপিএইচ ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এস.এস স্টিল ও ওরিয়ন ফার্মা লিমিটেড।