বাবাকে ছাড়া তারিনের প্রথম ঈদ

গতকাল ছিল তারিনের জন্মদিন। এদিকে বাবাকে হারানোর পর এবারই ছিল বাবাকে ছাড়া তারিনের প্রথম ঈদ। তাই অন্যবারে মতো এবারের জন্মদিনকে ঘিরে তেমন কোনই আগ্রহ ছিল না তার। মায়ের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। এবারের ঈদে তারিন অভিনীত কাজগুলো হচ্ছে- তানিম রহমান অংশু পরিচালিত টিভি ফিচার

ফিল্ম ‘সাহসিকা’, সোহেল হাসানের নাটক ‘অনাত্নীয় দম্পতি’, চয়নিকা চৌধুরীর ‘গৃহমায়া’ ও হাসিব আহমেদ’র টেলিভিশন শর্টফিল্ম ‘মধুচক্র’।

এদিকে তারিন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’-এ অভিনয় করছেন। এছাড়াও তিনি কলকাতার ‘এটা আমাদের গল্প’ সিনেমায় অভিনয় করেছেন। এর ডাবিং-এর কাজ এখনো বাকী।

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ , ১১ শ্রাবন ১৪২৮ ১৫ জিলহজ ১৪৪২

বাবাকে ছাড়া তারিনের প্রথম ঈদ

বিনোদন প্রতিবেদক

image

গতকাল ছিল তারিনের জন্মদিন। এদিকে বাবাকে হারানোর পর এবারই ছিল বাবাকে ছাড়া তারিনের প্রথম ঈদ। তাই অন্যবারে মতো এবারের জন্মদিনকে ঘিরে তেমন কোনই আগ্রহ ছিল না তার। মায়ের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। এবারের ঈদে তারিন অভিনীত কাজগুলো হচ্ছে- তানিম রহমান অংশু পরিচালিত টিভি ফিচার

ফিল্ম ‘সাহসিকা’, সোহেল হাসানের নাটক ‘অনাত্নীয় দম্পতি’, চয়নিকা চৌধুরীর ‘গৃহমায়া’ ও হাসিব আহমেদ’র টেলিভিশন শর্টফিল্ম ‘মধুচক্র’।

এদিকে তারিন মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’-এ অভিনয় করছেন। এছাড়াও তিনি কলকাতার ‘এটা আমাদের গল্প’ সিনেমায় অভিনয় করেছেন। এর ডাবিং-এর কাজ এখনো বাকী।