১১ জেলায় করোনায় মৃত্যু ৬৩, শনাক্ত ১৬৬৬

ময়মনসিংহ মৃত্যু

১৯, শনাক্ত ৩৩

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যস্ত করোনা পজিটিভ হয়ে ৫ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৪ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ১৩০০টি নমুনা পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

রামেকে মৃত্যু

২১, শনাক্ত ৯৩

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১১ জন। সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। হাসপাতাল পরিচালক জানান, সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চুয়াডাঙ্গায় মৃত্যু

১০, শনাক্ত ৮৫

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৩২০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ৬ জন মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

বাগেরহাটে মৃত্যু

২, শনাক্ত ১০১

প্রতিনিধি, বাগেরহাট

৯টি উপজেলা অধ্যুষিত বাগেরহাট জেলায় করোনা মহামারীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জন করোনা পজিটিভ হয়েছেন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৫৪ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ১০১ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৭৪৯ জন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৯ জন। মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদিন শনাক্তের হার ২৮.৫৩ শতাংশ। আর মারা গেছেন ২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

নোয়াখালীতে মৃত্যু

২, শনাক্ত ২২১

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৮৯ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চৌদ্দ হাজার ৮৫২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৫৯ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুক এ্যাকাউন্টেও প্রকাশ করে। ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৪ জন, বেগমগঞ্জ ২৬ জন, সুবর্ণচর ১ জন, হাতিয়া ৪ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ী ১৬ জন, কোম্পানীগঞ্জে ৪৯ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৪০ শতাংশ।

লক্ষ্মীপুরে মৃত্যু

৩, শনাক্ত ১৬৯

জেলা বার্তা পরিবেশক, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে ৪৩৫টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৬ জন। সোমবার জেলা সিভিল সার্জন ড. আবদুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। এছাড়া রামগঞ্জের ২৮ জন, রামগতির ৯ জন, রায়পুরের ৩১ জন ও কমলনগরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। হাসপাতাল ও হোম আইসোলেশনে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে তিনজন সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত করোনায় ৬৯ জন মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীদের সেবায় ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি আইসিইউ বেড, পাঁচটি হাই ফ্লো ন্যাজল ক্যানোলা রয়েছে। এছাড়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে সদর হাসপাতালে সাতটি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি, কমলনগরে দুটি, রায়পুরে দুটি, রামগতিতে দুটি ও সিভিল সার্জনের অফিস স্টোরে পাঁচটি রয়েছে।

ছাতকে শনাক্ত ৩৭

প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে দুইদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। সোমবার দু’দফা প্রাপ্ত রিপোর্টে নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২০ জনের। সিলেটের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আর হাসপাতালে শনাক্ত হয় ১১ জনের। গত রবিবার ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দুইদিনে তিন দফায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। উপজেলাজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু এ ব্যাপারে শহর ও গ্রামের লোকজন রয়েছেন এখনও উদাসীন। স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কাই করছেন না তারা। করোনা নিয়ন্ত্রণে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে এখানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তৎপর। প্রতিদিনই শহরে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলাসহ করা হচ্ছে জরিমানা। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

ঠাকুরগাঁওয়ে মৃত্যু

৩, শনাক্ত ১১৩

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০ জনে। অপরদিকে ৩৬৫টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৭৩৯ জনে। ইতোমধ্যে ৪১৭০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ৩০.৯৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৩ জন মারা গেছেন। এরমধ্যে সদর উপজেলায় ২২ ও ৫৫ বছর বয়সী দুজন নারী- পুরুষ, এবং রানীশংকৈল উপজেলায় ৫৮ বছর বয়সী একজন পুরুষ। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড.আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৭০ জন, পীরগঞ্জ উপজেলায় ২৬, রানীশংকৈল উপজেলায় ৫,বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ জন এবং হরিপুর উপজেলায় ৭ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে বের হবেন না।

কক্সবাজারে

শনাক্ত ৩০৪

জসিম সিদ্দিকী, কক্সবাজার

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০৪ জন করোনা আক্রান্ত হয়েছে। যা জেলায় অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে।

কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষায় ২১ জন রোহিঙ্গাসহ ৩০৪ জনের শরীরে করোনাভাইরাসের অহিমশত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৫ জনের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব ও কক্সবাজার সদর হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে সর্বমোট ১১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৯৭ জন, রামুর বাসিন্দা ১৫ জন, উখিয়ার বাসিন্দা ৪২ জন, চকরিয়ার বাসিন্দা ৩৪ জন, টেকনাফের বাসিন্দা ৫৪ জন, পেকুয়ার বাসিন্দা ১৮ জন, কুতুবদিয়ার বাসিন্দা ৫ জন ও মহেশখালীর বাসিন্দা ১৩ জন।

বেলাবতে শনাক্ত ৪১

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

গত ৪৮ ঘণ্টায় নরসিংদীর বেলাবতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। এই ৪১ জন নতুন আক্রান্তসহ উপজেলায় মোট আক্রান্ত ৩৫০ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্যমতে গত ১০ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১৭৬ জন। ৪৮ ঘণ্টায় ৮৫১ জনের পরীক্ষায় ৩৩৭ জন করোনা আক্রান্ত হয়। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৬ হাজার ৪শত ৩২ জন। গত পাঁচদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৭ গুণ বেশি। ১৮ জুলাই থেকে ২৭ জুলাই এই ১০ দিনে আক্রান্ত দেড় শতাধিক। এমন ভয়াবহ অবহমকার পরও উপজেলার প্রতিটি বাজার, চায়ের স্টল, মোড়ের দোকানপাটগুলোতে ব্যাপক ভিড় আর আড্ডা। পুলিশ সেনা যৌথ অভিযানের পরও মানুষের চোর পুলিশ খেলা দেখে বুঝার উপায় নাই যে এ উপজেলা করোনার নতুন হটস্পট। তাছাড়া মাস্ক পড়ার প্রবণতাও কম। আর এ কারণেই আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি। জেলায় আক্রান্তের হিসেবে ৩য় স্থানে বেলাব উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেন, বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

কিশোরগঞ্জে মৃত্যু

৩, শনাক্ত ১৭০

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত সোমবার রাতে প্রকাশিত গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, সদরের ৮৫ বছরের ও কটিয়াদীর ৭০ বছরের দুই পুরুষ এবং হোসেনপুরের ৫৫ বছরের এক নারী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৪০ জন। আর ৬৮১টি নমুনা পরীক্ষায় নতুন ১৭০ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৯৪ জন, যাদের সবাই সদরের।

বুধবার, ২৮ জুলাই ২০২১ , ১২ শ্রাবন ১৪২৮ ১৬ জিলহজ ১৪৪২

১১ জেলায় করোনায় মৃত্যু ৬৩, শনাক্ত ১৬৬৬

ময়মনসিংহ মৃত্যু

১৯, শনাক্ত ৩৩

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যস্ত করোনা পজিটিভ হয়ে ৫ জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৪ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ১৩০০টি নমুনা পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।

রামেকে মৃত্যু

২১, শনাক্ত ৯৩

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১১ জন। সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে করোনা ইউনিটে এই ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৩৯৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। হাসপাতাল পরিচালক জানান, সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চুয়াডাঙ্গায় মৃত্যু

১০, শনাক্ত ৮৫

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৩২০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ৬ জন মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

বাগেরহাটে মৃত্যু

২, শনাক্ত ১০১

প্রতিনিধি, বাগেরহাট

৯টি উপজেলা অধ্যুষিত বাগেরহাট জেলায় করোনা মহামারীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জন করোনা পজিটিভ হয়েছেন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ৩৫৪ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ১০১ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৭৪৯ জন। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে জেলায় মোট মারা গেলেন ১১৯ জন। মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১০১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদিন শনাক্তের হার ২৮.৫৩ শতাংশ। আর মারা গেছেন ২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ৫০ শয্যার বাগেরহাট সদর ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

নোয়াখালীতে মৃত্যু

২, শনাক্ত ২২১

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৮৯ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চৌদ্দ হাজার ৮৫২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৫৯ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুক এ্যাকাউন্টেও প্রকাশ করে। ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৪ জন, বেগমগঞ্জ ২৬ জন, সুবর্ণচর ১ জন, হাতিয়া ৪ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ী ১৬ জন, কোম্পানীগঞ্জে ৪৯ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৪০ শতাংশ।

লক্ষ্মীপুরে মৃত্যু

৩, শনাক্ত ১৬৯

জেলা বার্তা পরিবেশক, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে ৪৩৫টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৬ জন। সোমবার জেলা সিভিল সার্জন ড. আবদুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। এছাড়া রামগঞ্জের ২৮ জন, রামগতির ৯ জন, রায়পুরের ৩১ জন ও কমলনগরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৫৭৭ জন সুস্থ হয়েছেন। হাসপাতাল ও হোম আইসোলেশনে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে তিনজন সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত করোনায় ৬৯ জন মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীদের সেবায় ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি আইসিইউ বেড, পাঁচটি হাই ফ্লো ন্যাজল ক্যানোলা রয়েছে। এছাড়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে সদর হাসপাতালে সাতটি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি, কমলনগরে দুটি, রায়পুরে দুটি, রামগতিতে দুটি ও সিভিল সার্জনের অফিস স্টোরে পাঁচটি রয়েছে।

ছাতকে শনাক্ত ৩৭

প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে দুইদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। সোমবার দু’দফা প্রাপ্ত রিপোর্টে নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২০ জনের। সিলেটের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আর হাসপাতালে শনাক্ত হয় ১১ জনের। গত রবিবার ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দুইদিনে তিন দফায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। উপজেলাজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু এ ব্যাপারে শহর ও গ্রামের লোকজন রয়েছেন এখনও উদাসীন। স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কাই করছেন না তারা। করোনা নিয়ন্ত্রণে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে এখানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তৎপর। প্রতিদিনই শহরে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলাসহ করা হচ্ছে জরিমানা। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

ঠাকুরগাঁওয়ে মৃত্যু

৩, শনাক্ত ১১৩

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০ জনে। অপরদিকে ৩৬৫টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৭৩৯ জনে। ইতোমধ্যে ৪১৭০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ৩০.৯৫ শতাংশ।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৩ জন মারা গেছেন। এরমধ্যে সদর উপজেলায় ২২ ও ৫৫ বছর বয়সী দুজন নারী- পুরুষ, এবং রানীশংকৈল উপজেলায় ৫৮ বছর বয়সী একজন পুরুষ। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড.আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৭০ জন, পীরগঞ্জ উপজেলায় ২৬, রানীশংকৈল উপজেলায় ৫,বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ জন এবং হরিপুর উপজেলায় ৭ জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে বের হবেন না।

কক্সবাজারে

শনাক্ত ৩০৪

জসিম সিদ্দিকী, কক্সবাজার

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩০৪ জন করোনা আক্রান্ত হয়েছে। যা জেলায় অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে।

কক্সবাজারে সর্বশেষ ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষায় ২১ জন রোহিঙ্গাসহ ৩০৪ জনের শরীরে করোনাভাইরাসের অহিমশত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৫ জনের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব ও কক্সবাজার সদর হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতে সর্বমোট ১১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৯৭ জন, রামুর বাসিন্দা ১৫ জন, উখিয়ার বাসিন্দা ৪২ জন, চকরিয়ার বাসিন্দা ৩৪ জন, টেকনাফের বাসিন্দা ৫৪ জন, পেকুয়ার বাসিন্দা ১৮ জন, কুতুবদিয়ার বাসিন্দা ৫ জন ও মহেশখালীর বাসিন্দা ১৩ জন।

বেলাবতে শনাক্ত ৪১

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

গত ৪৮ ঘণ্টায় নরসিংদীর বেলাবতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। এই ৪১ জন নতুন আক্রান্তসহ উপজেলায় মোট আক্রান্ত ৩৫০ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্যমতে গত ১০ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১৭৬ জন। ৪৮ ঘণ্টায় ৮৫১ জনের পরীক্ষায় ৩৩৭ জন করোনা আক্রান্ত হয়। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৬ হাজার ৪শত ৩২ জন। গত পাঁচদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৭ গুণ বেশি। ১৮ জুলাই থেকে ২৭ জুলাই এই ১০ দিনে আক্রান্ত দেড় শতাধিক। এমন ভয়াবহ অবহমকার পরও উপজেলার প্রতিটি বাজার, চায়ের স্টল, মোড়ের দোকানপাটগুলোতে ব্যাপক ভিড় আর আড্ডা। পুলিশ সেনা যৌথ অভিযানের পরও মানুষের চোর পুলিশ খেলা দেখে বুঝার উপায় নাই যে এ উপজেলা করোনার নতুন হটস্পট। তাছাড়া মাস্ক পড়ার প্রবণতাও কম। আর এ কারণেই আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি। জেলায় আক্রান্তের হিসেবে ৩য় স্থানে বেলাব উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেন, বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

কিশোরগঞ্জে মৃত্যু

৩, শনাক্ত ১৭০

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত সোমবার রাতে প্রকাশিত গত ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে, সদরের ৮৫ বছরের ও কটিয়াদীর ৭০ বছরের দুই পুরুষ এবং হোসেনপুরের ৫৫ বছরের এক নারী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন মোট ১৪০ জন। আর ৬৮১টি নমুনা পরীক্ষায় নতুন ১৭০ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৯৪ জন, যাদের সবাই সদরের।