উপলের আহ্বানে নূসরাত ফারিয়া

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। বিশ^খ্যাত আমেরিকান চেইন শপ ‘ক্রিমসন কাপ’র বাংলাদেশের কর্ণধার উপল। মূলত ‘ক্রিমসন কাপ’র আমেরিকায় যাত্রা শুরু ১৯৯১ সালে। বাংলাদেশে উপলের হাত ধরেই ‘ক্রিমসন কাপ’র যাত্রা শুরু। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এরইমধ্যে যাত্রা শুরু হয়েছে ‘ক্রিমসন কাপ’র দশম শাখার। ক’দিন আগে উপলের আহ্বানে সাড়া দিয়ে এই শাখার উদ্বোধনি অনুষ্ঠঅনে আসেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। ক্রিম ড্রিম’র কর্ণধার মোস্তারিয়া ইতি’র তৈরী একটি কেক কেটে শাখাটির উদ্বোধন করেন নূসরাত ফারিয়া। উপল বলেন, ‘ আমি প্রথম যেদিন এই শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে নূসরাত ফারিয়াকে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকার জন্য আহ্বান জানাই তখন তিনি বেশ আন্তরিকতা নিয়ে আমার দাওয়াত গ্রহণ করেন এবং উপস্থিত থাকার জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করেন। নানা ধরনের আইডিয়াও শেয়ার করেন তিনি। ’ নূসরাত ফারিয়া বলেন, ‘আমি সত্যিই মুগ্ধ ক্রিমসন কাপ’র বুসন্ধরার আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে। সময় পেলে আমি ক্রিমসন কাপ’এ চলে যাই, সেটা যেকোন আউটলেটই হতে পারে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপল ভাইকে আমাকে এমন একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য।’ উপল জানান বুসন্ধরা’র আউটলেট-এ একসঙ্গে ৭০ জন বসতে পারবেন।

বুধবার, ২৮ জুলাই ২০২১ , ১২ শ্রাবন ১৪২৮ ১৬ জিলহজ ১৪৪২

উপলের আহ্বানে নূসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক |

image

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। বিশ^খ্যাত আমেরিকান চেইন শপ ‘ক্রিমসন কাপ’র বাংলাদেশের কর্ণধার উপল। মূলত ‘ক্রিমসন কাপ’র আমেরিকায় যাত্রা শুরু ১৯৯১ সালে। বাংলাদেশে উপলের হাত ধরেই ‘ক্রিমসন কাপ’র যাত্রা শুরু। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এরইমধ্যে যাত্রা শুরু হয়েছে ‘ক্রিমসন কাপ’র দশম শাখার। ক’দিন আগে উপলের আহ্বানে সাড়া দিয়ে এই শাখার উদ্বোধনি অনুষ্ঠঅনে আসেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া। ক্রিম ড্রিম’র কর্ণধার মোস্তারিয়া ইতি’র তৈরী একটি কেক কেটে শাখাটির উদ্বোধন করেন নূসরাত ফারিয়া। উপল বলেন, ‘ আমি প্রথম যেদিন এই শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে নূসরাত ফারিয়াকে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকার জন্য আহ্বান জানাই তখন তিনি বেশ আন্তরিকতা নিয়ে আমার দাওয়াত গ্রহণ করেন এবং উপস্থিত থাকার জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করেন। নানা ধরনের আইডিয়াও শেয়ার করেন তিনি। ’ নূসরাত ফারিয়া বলেন, ‘আমি সত্যিই মুগ্ধ ক্রিমসন কাপ’র বুসন্ধরার আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে। সময় পেলে আমি ক্রিমসন কাপ’এ চলে যাই, সেটা যেকোন আউটলেটই হতে পারে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উপল ভাইকে আমাকে এমন একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য।’ উপল জানান বুসন্ধরা’র আউটলেট-এ একসঙ্গে ৭০ জন বসতে পারবেন।