করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ অর্থাৎ রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে। বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সংবাদকে বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি, যতটা সম্ভব নিরাপদে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবো। এ কয়দিন ব্যাংক বন্ধ থাকলে সংক্রমণ কিছুটা কম হবে।’

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

মহামারী করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ অর্থাৎ রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে। বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সংবাদকে বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি, যতটা সম্ভব নিরাপদে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবো। এ কয়দিন ব্যাংক বন্ধ থাকলে সংক্রমণ কিছুটা কম হবে।’