১৬ জেলায় করোনায় মৃত্যু ৬৯ শনাক্ত ১৭৭৮

ময়মনসিংহ মৃত্যু

১২, আক্রান্ত ৪৪০

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যস্ত করোনা পজেটিভ হয়ে ৫জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ১৩৫৮টি নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ মৃত ১২ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, নেত্রকোনার ১ জন ও জামালপুরে ১ জন রয়েছে।

রামেকে মৃত্যু ১৮

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুচ্ছিা ও মেহেরপুরের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন।

কুষ্টিয়ায় মৃত্যু ৪ শনাক্ত ২২৭

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনা শনাক্ত পরিস্থিতি আবারও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এটি গত কয়েক মাসের মধ্যে কুচ্ছিা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সর্বনিম্নœ মৃত্যু হয়েছে। এর আগের দিন ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ২২ জনের।

গতকাল বুধবার সকাল ১০টায় জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম ও সিভিল সার্জনের কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়।

কুষ্টিয়া করোনা হাসপাতাল এখন রোগী ও স্বজনদের আতংকে পরিনত হয়েছে। প্রতি ঘণ্টায় একজন করে করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছেন। ঈদের সাত দিনে মারা গেছেন ১১১ জন। এছাড়া একমাসে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১৪ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ৫৩৯ জন। ঈদের সময় দুই দিন করোনা আক্রান্ত ও শনাক্ত কম থাকলেও কয়েকদিন আবার বাড়তে শুরু করেছে।

শনাক্তের হার হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে মঙ্গলবার ৪৬৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.২ শতাংশ।

কিশোরগঞ্জে মৃত্যু

২, শনাক্ত ১২২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সদরের ৭৭ ও ৭০ বছরের দুই পুরুষ রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৪২ জনের করোনায় মৃত্যু হলো। আর ৫১৮টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৮৭ জন। মঙ্গলবার রাত পর্যন্ত জেলায় চিকিৎসাধীন ছিলেন ২ হাজার ৭৬ জন।

চাঁপাইনবাবগঞ্জে

মৃত্যু ১, শনাক্ত ৪৫

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৯, শিবগঞ্জে ২ ও গোমস্তাপুর উপজেলায় ১০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮.০২ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১২০ জনের নমুনা পরীক্ষা ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১০, শিবগঞ্জে ১, নাচোলে ২ ও ভোলাহাট উপজেলায় ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১.৬৬ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৫.৪১ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ৬৯

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনাভাইরাসে গত মঙ্গলবারের গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু ও ৬৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬০জন জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে ৩৮১০জন। স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১১৭০৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে নেগেটিভ হয়েছে ৭৬৭৫ জন। সুস্থ হয়েছে ১৭৮৯জন। বর্তমানে হাসপাতালে ৫১ জন ও হোম আইসোলেশনে ৯১১৩ জন রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে মৃত্যু

৫, শনাক্ত ৭৭

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় সংক্রমণের হার দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৫ জনে। অপরদিকে ২৬০টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮১৬ জনে। ইতোমধ্যে ৪২১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের হার ২৯.০৫ শতাংশ। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলাবতে শনাক্ত ২৩

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)

গত ২৪ ঘণ্টায় নরসিংদীর বেলাবতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। উপজেলায় মোট আক্রান্ত ৩৭৩ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্য মতে গত ১০ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১৭৯ জন। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৬ হাজার ৬শত ১৩ জন। গত পাঁচদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৭ গুণ বেশি। ১৯ জুলাই থেকে ২৮ জুলাই এই ১০ দিনে আক্রান্ত প্রায় ৩ শত জন। এমন ভয়াবহ অবস্থার পরও উপজেলার প্রতিটি বাজার, চায়ের স্টল, মোড়ের দোকানপাট গুলোতে ব্যাপক ভীড় আর আড্ডা। মানুষের মাঝে বিন্দুমাত্র করোনার ভয় নেই। পুলিশ সেনা যৌথ অভিযানের পরও মানুষের চোর পুলিশ খেলা দেখে বুঝার উপায় নাই যে এ উপজেলা করোনার নতুন হটস্পট। তাছাড়া মাস্ক পড়ার প্রবনতাও কম। আর এ কারণেই আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি।

বগুড়ায় মৃত্যু ২১ শনাক্ত ১০৬

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন, উপসর্গ নিয়ে ১৩ জন ও অন্য জেলার ২জনসহ ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬জন, উপসর্গে ১৩জন ও অন্য জেলার ২জন মারা গেছেন। জেলার তিনটি হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন-সদরের যথাক্রমে- মাহফুজুর রহমান(৬৯), গৌরী পাল(৭০), রুনা হক(৫২), সুফিয়া খানম(৭০) ও অজিয়ার রহমান(৫৫) এবং শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)।

বগুড়ায় করোনায় শনাক্ত কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনায় নতুন করে আরও ১০৬জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৪৯জন, জিন এক্সপার্ট মেশিনে ৮নমুনায় ৩জন, এন্টিজেন পরীক্ষায় ১৭৩ নমুনায় ৪০জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এদের মধ্যে সদরের ৬৩, শাজাহানপুরে ১১, শেরপুরে ৭, কাহালুতে ৫, ধুনটে ৫, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৩, সারিয়াকান্দি ২, সোনাতলা ২, দুপচাঁচিয়ায় ২ এবং নন্দীগ্রাম একজন।

গাইবান্ধায় মৃত্যু

১, শনাক্ত ৮৫

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ৪০২ জনের করোনা নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৮৫ জন। গাইবান্ধা সদর উপজেলায় এক ব্যক্তির মুত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৮, গোবিন্দগঞ্জে ১৯জন, পলাশবাড়িতে ১২জন, সাদুল্যাপুরে ৫জন, সুন্দরগঞ্জে ৯ জন , ফুলছড়িতে ২জন এবং সাঘাটায় ১০ জন। জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৯৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯০জন। গাইবান্ধা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

পূর্বধলায় শনাক্ত ১৩

প্রতিনিধি , পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নে জ্বর সর্দি কাশি গলাব্যথা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বাজারেও কম মিলছে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ। গত মঙ্গলবার বিভিন্ন বাজারে ফার্মেসি ঘুরে দেখা যায় প্যারাসিটামল জাতীয় ওষুধ কম। সোমবার বিভিন্ন ইউনিয়নের প্রায় অনেক বাড়িতেই দেখা যায় সর্দি-জ্বর কাশি নিয়ে বসবাস করছে। কেউ করোনার ভয়ে পরীক্ষা করছেন না।

সোনারগাঁয়ে শনাক্ত ২২

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন যাবত প্রাণঘাতী এই ভাইরাসে শতভাগ শনাক্ত হচ্ছে সোনারগাঁ উপজেলায়। গতকালও শতভাগ শনাক্ত হয় এখানে। ২২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনই আক্রান্ত হয়েছেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, অস্বাভাবিক হারে বেড়ে চলেছে এই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৬ জুলাই ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে তাদের ২২ জনের দেহেই প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত অর্থাৎ শতভাগ শনাক্ত হয়।

নোয়াখালীতে মৃত্যু

১, শনাক্ত ২৫১

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

স্বাস্থ্যবিধি না মানায় বর্তমানে নোয়াখালীতে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় ৮২৬টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৫১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। একদিনে বেগমগঞ্জে নতুন করে আরও ১জন মারা গেছে এবং আজকের আক্রাতের হার (৩০.৩৮%)। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫১০৩ জন। জেলায় মারা গেছে এ পর্যন্ত ১৭৮জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১৬০জন। এদিকে গ্রামাঞ্চলে প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় কঠোর লকডাউন এর মধ্যেও বর্তমানে জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং জনসমাগম বেশি। নোয়াখালীতে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। বেগমগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১জনসহ এ পর্যন্ত মারা গেছে সর্বোচ্চ ৬০ জন। লকডাউনের ৬ষ্ঠ দিনে সড়কে বেড়েছে যানবাহন ও জনচলাচল। অনেকেই প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই হাটবাজারে, রাস্তাঘাটে ও বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে অবাধে চলাচল করছে। গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে মানুষের সমাগম লক্ষ্য করার মতো।

গতকাল বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘন্টায় ৩টি পিসিআর ল্যাবে ৮২৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ২৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫১০৩ জন।

ঈশ্বরদীতে মৃত্যু

২, আক্রান্ত ১২৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ^রদীতে গত ২ দিনে করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক (৭০) এবং ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেন মৃত্যুবরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টায় মৃত্যুবরণ করেন। তার বাড়ি ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামে। অন্যদিকে ঈশ্বরদীর সাড়া ইউপির জননন্দিত সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেন গতকাল বিকেল সাড়ে তিনটায় করোনা উপসর্গ নিয়ে গোকুলনগরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বাগেরহাটে মৃত্যু

১, শনাক্ত ৫৭

আজাদুল হক, বাগেরহাট

৯টি উপজেলা অধ্যুসিত বাগেরহাট জেলায় করোনা মহামারীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ২৫৯ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৫৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৮০৬ জন। এ পর্যন্ত করোনায় বাগেরহাট জেলায় মোট মারা গেলেন ১২০ জন।

বুধবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সিরাজগঞ্জে শনাক্ত ১১৮

জেলা বার্তা পরিবেশক সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিলো ৬৭৩ জনের। আক্রান্তের হার ২৯.৪২ ভাগ। জেলার হাসপাতাল গুলোতে ৪২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। অন্য আক্রান্তরা বাড়ীতে থেকে চিকিৎসা পাচ্ছে। করোনায় নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৯৯ জন, শাহজাদপুরে ১৬ জন, উল্লাপাড়ায় ১৬ জন, কাজিপুরে ২১ জন, বেলকুচিতে ১৬ জন, রায়গঞ্জে ৮ জন, তাড়াশে ৩ জন, কামারখন্দে ৭ জন, এবং চৌহালীতে ২ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার কোথাও করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি বলে সিরাজগঞ্জ জেলা সির্ভিল সার্জন রামাপদ রায় এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

১৬ জেলায় করোনায় মৃত্যু ৬৯ শনাক্ত ১৭৭৮

ময়মনসিংহ মৃত্যু

১২, আক্রান্ত ৪৪০

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যস্ত করোনা পজেটিভ হয়ে ৫জনের মৃত্যু ও করোনা উপসর্গ নিয়ে আরও ৭ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ১৩৫৮টি নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনসহ মৃত ১২ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, নেত্রকোনার ১ জন ও জামালপুরে ১ জন রয়েছে।

রামেকে মৃত্যু ১৮

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুচ্ছিা ও মেহেরপুরের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন।

কুষ্টিয়ায় মৃত্যু ৪ শনাক্ত ২২৭

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনা শনাক্ত পরিস্থিতি আবারও অবনতির দিকে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এটি গত কয়েক মাসের মধ্যে কুচ্ছিা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে সর্বনিম্নœ মৃত্যু হয়েছে। এর আগের দিন ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ২২ জনের।

গতকাল বুধবার সকাল ১০টায় জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম ও সিভিল সার্জনের কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়।

কুষ্টিয়া করোনা হাসপাতাল এখন রোগী ও স্বজনদের আতংকে পরিনত হয়েছে। প্রতি ঘণ্টায় একজন করে করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছেন। ঈদের সাত দিনে মারা গেছেন ১১১ জন। এছাড়া একমাসে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩১৪ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ৫৩৯ জন। ঈদের সময় দুই দিন করোনা আক্রান্ত ও শনাক্ত কম থাকলেও কয়েকদিন আবার বাড়তে শুরু করেছে।

শনাক্তের হার হু হু করে বেড়ে যাচ্ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে মঙ্গলবার ৪৬৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯.২ শতাংশ।

কিশোরগঞ্জে মৃত্যু

২, শনাক্ত ১২২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ করা গত ২৪ ঘন্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সদরের ৭৭ ও ৭০ বছরের দুই পুরুষ রোগী মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৪২ জনের করোনায় মৃত্যু হলো। আর ৫১৮টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা ধরা পড়েছে। তবে সুস্থ হয়েছেন ৮৭ জন। মঙ্গলবার রাত পর্যন্ত জেলায় চিকিৎসাধীন ছিলেন ২ হাজার ৭৬ জন।

চাঁপাইনবাবগঞ্জে

মৃত্যু ১, শনাক্ত ৪৫

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৯, শিবগঞ্জে ২ ও গোমস্তাপুর উপজেলায় ১০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮.০২ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১২০ জনের নমুনা পরীক্ষা ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১০, শিবগঞ্জে ১, নাচোলে ২ ও ভোলাহাট উপজেলায় ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১.৬৬ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৫.৪১ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ৬৯

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনাভাইরাসে গত মঙ্গলবারের গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু ও ৬৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬০জন জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে ৩৮১০জন। স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১১৭০৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে নেগেটিভ হয়েছে ৭৬৭৫ জন। সুস্থ হয়েছে ১৭৮৯জন। বর্তমানে হাসপাতালে ৫১ জন ও হোম আইসোলেশনে ৯১১৩ জন রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে মৃত্যু

৫, শনাক্ত ৭৭

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় সংক্রমণের হার দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৫ জনে। অপরদিকে ২৬০টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮১৬ জনে। ইতোমধ্যে ৪২১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের হার ২৯.০৫ শতাংশ। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলাবতে শনাক্ত ২৩

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী)

গত ২৪ ঘণ্টায় নরসিংদীর বেলাবতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। উপজেলায় মোট আক্রান্ত ৩৭৩ জন। নরসিংদী জেলার সিভিল সার্জনের তথ্য মতে গত ১০ দিনেই এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১৭৯ জন। সর্বশেষ তথ্যানুযায়ী নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ৬ হাজার ৬শত ১৩ জন। গত পাঁচদিনে আক্রান্ত আগের শতকরা হারের তুলনায় ৭ গুণ বেশি। ১৯ জুলাই থেকে ২৮ জুলাই এই ১০ দিনে আক্রান্ত প্রায় ৩ শত জন। এমন ভয়াবহ অবস্থার পরও উপজেলার প্রতিটি বাজার, চায়ের স্টল, মোড়ের দোকানপাট গুলোতে ব্যাপক ভীড় আর আড্ডা। মানুষের মাঝে বিন্দুমাত্র করোনার ভয় নেই। পুলিশ সেনা যৌথ অভিযানের পরও মানুষের চোর পুলিশ খেলা দেখে বুঝার উপায় নাই যে এ উপজেলা করোনার নতুন হটস্পট। তাছাড়া মাস্ক পড়ার প্রবনতাও কম। আর এ কারণেই আরও ভয়াবহ হতে যাচ্ছে এখানকার পরিস্থিতি।

বগুড়ায় মৃত্যু ২১ শনাক্ত ১০৬

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন, উপসর্গ নিয়ে ১৩ জন ও অন্য জেলার ২জনসহ ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬জন, উপসর্গে ১৩জন ও অন্য জেলার ২জন মারা গেছেন। জেলার তিনটি হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন-সদরের যথাক্রমে- মাহফুজুর রহমান(৬৯), গৌরী পাল(৭০), রুনা হক(৫২), সুফিয়া খানম(৭০) ও অজিয়ার রহমান(৫৫) এবং শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)।

বগুড়ায় করোনায় শনাক্ত কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনায় নতুন করে আরও ১০৬জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৪৯জন, জিন এক্সপার্ট মেশিনে ৮নমুনায় ৩জন, এন্টিজেন পরীক্ষায় ১৭৩ নমুনায় ৪০জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এদের মধ্যে সদরের ৬৩, শাজাহানপুরে ১১, শেরপুরে ৭, কাহালুতে ৫, ধুনটে ৫, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৩, সারিয়াকান্দি ২, সোনাতলা ২, দুপচাঁচিয়ায় ২ এবং নন্দীগ্রাম একজন।

গাইবান্ধায় মৃত্যু

১, শনাক্ত ৮৫

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় ৪০২ জনের করোনা নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৮৫ জন। গাইবান্ধা সদর উপজেলায় এক ব্যক্তির মুত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৮, গোবিন্দগঞ্জে ১৯জন, পলাশবাড়িতে ১২জন, সাদুল্যাপুরে ৫জন, সুন্দরগঞ্জে ৯ জন , ফুলছড়িতে ২জন এবং সাঘাটায় ১০ জন। জেলায় মোট মৃত্যু সংখ্যা ৩৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৯৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯০জন। গাইবান্ধা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

পূর্বধলায় শনাক্ত ১৩

প্রতিনিধি , পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নে জ্বর সর্দি কাশি গলাব্যথা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। বাজারেও কম মিলছে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ। গত মঙ্গলবার বিভিন্ন বাজারে ফার্মেসি ঘুরে দেখা যায় প্যারাসিটামল জাতীয় ওষুধ কম। সোমবার বিভিন্ন ইউনিয়নের প্রায় অনেক বাড়িতেই দেখা যায় সর্দি-জ্বর কাশি নিয়ে বসবাস করছে। কেউ করোনার ভয়ে পরীক্ষা করছেন না।

সোনারগাঁয়ে শনাক্ত ২২

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন যাবত প্রাণঘাতী এই ভাইরাসে শতভাগ শনাক্ত হচ্ছে সোনারগাঁ উপজেলায়। গতকালও শতভাগ শনাক্ত হয় এখানে। ২২ জনের নমুনা পরীক্ষায় ২২ জনই আক্রান্ত হয়েছেন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, অস্বাভাবিক হারে বেড়ে চলেছে এই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৬ জুলাই ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে তাদের ২২ জনের দেহেই প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত অর্থাৎ শতভাগ শনাক্ত হয়।

নোয়াখালীতে মৃত্যু

১, শনাক্ত ২৫১

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

স্বাস্থ্যবিধি না মানায় বর্তমানে নোয়াখালীতে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় ৮২৬টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২৫১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। একদিনে বেগমগঞ্জে নতুন করে আরও ১জন মারা গেছে এবং আজকের আক্রাতের হার (৩০.৩৮%)। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫১০৩ জন। জেলায় মারা গেছে এ পর্যন্ত ১৭৮জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১৬০জন। এদিকে গ্রামাঞ্চলে প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় কঠোর লকডাউন এর মধ্যেও বর্তমানে জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা এবং জনসমাগম বেশি। নোয়াখালীতে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। বেগমগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১জনসহ এ পর্যন্ত মারা গেছে সর্বোচ্চ ৬০ জন। লকডাউনের ৬ষ্ঠ দিনে সড়কে বেড়েছে যানবাহন ও জনচলাচল। অনেকেই প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই হাটবাজারে, রাস্তাঘাটে ও বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে অবাধে চলাচল করছে। গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে মানুষের সমাগম লক্ষ্য করার মতো।

গতকাল বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘন্টায় ৩টি পিসিআর ল্যাবে ৮২৬টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ২৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫১০৩ জন।

ঈশ্বরদীতে মৃত্যু

২, আক্রান্ত ১২৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ^রদীতে গত ২ দিনে করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক (৭০) এবং ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেন মৃত্যুবরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টায় মৃত্যুবরণ করেন। তার বাড়ি ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামে। অন্যদিকে ঈশ্বরদীর সাড়া ইউপির জননন্দিত সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেন গতকাল বিকেল সাড়ে তিনটায় করোনা উপসর্গ নিয়ে গোকুলনগরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বাগেরহাটে মৃত্যু

১, শনাক্ত ৫৭

আজাদুল হক, বাগেরহাট

৯টি উপজেলা অধ্যুসিত বাগেরহাট জেলায় করোনা মহামারীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন ল্যাবে মোট ২৫৯ জনের নুমনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৫৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এ সময়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৫ হাজার ৮০৬ জন। এ পর্যন্ত করোনায় বাগেরহাট জেলায় মোট মারা গেলেন ১২০ জন।

বুধবার সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির সকালে এ প্রতিবেদক কে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সিরাজগঞ্জে শনাক্ত ১১৮

জেলা বার্তা পরিবেশক সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিলো ৬৭৩ জনের। আক্রান্তের হার ২৯.৪২ ভাগ। জেলার হাসপাতাল গুলোতে ৪২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। অন্য আক্রান্তরা বাড়ীতে থেকে চিকিৎসা পাচ্ছে। করোনায় নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৯৯ জন, শাহজাদপুরে ১৬ জন, উল্লাপাড়ায় ১৬ জন, কাজিপুরে ২১ জন, বেলকুচিতে ১৬ জন, রায়গঞ্জে ৮ জন, তাড়াশে ৩ জন, কামারখন্দে ৭ জন, এবং চৌহালীতে ২ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার কোথাও করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি বলে সিরাজগঞ্জ জেলা সির্ভিল সার্জন রামাপদ রায় এ তথ্য নিশ্চিত করেন।