শ্রমজীবীদের গণটিকা নিবন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন সতীর্থ

সরকারের গণটিকা কার্যক্রম সহজলভ্য হলেও করোনার টিকা নিবন্ধন প্রক্রিয়া এখনও সাধারণ কর্মজীবী মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। তাদের হাতে এনড্রয়েড ফোন না থাকায় করোনার টিকা নিবন্ধন থেকে বঞ্চিত হচ্ছেন। আবার কম্পিউটার দোকানে নাম নিবন্ধন করতে গেলে জনপ্রতি ৫০ টাকা খরচ করতে হয়। ফলে শ্রমজীবীরা টিকা নিতে আগ্রহী হলেও ঝামেলা ও অর্থের কারণে নিবন্ধন করতে পারছেন না।

এমন ভুক্তভোগী টিকা প্রত্যার্শীদের টিকা নিবন্ধনে এগিয়ে এসেছে সৈয়দপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন সতীর্থ। এ সংগঠনের সদস্যরা নিজেদের অফিসে ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষের নাম নিবন্ধন ও টিকা কার্ড মুদ্রণ করে দিচ্ছে।

বিনামূল্যে পরিচালিত এ কার্যক্রম নি¤œ আয়ের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। প্রতিদিন নাম নিবন্ধন করতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণীর অসংখ্য নারী-পুরুষ।

সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার রহমান বলেন, করোনাকালের শুরু থেকে তাদের সংগঠন মাস্ক বিতরণ ও মানুষকে সচেতন করতে প্রচার কার্যক্রম চালিয়ে আসছে।

দেশে গণটিকা কার্যক্রম শুরু হলে সাধারণ নি¤œ আয়ের দরিদ্র মানুষ নিবন্ধন জটিলতায় টিকা গ্রহণ করতে পারছে না। আবার অর্থ খরচ করেও তারা নাম নিবন্ধন করছে না। ফলে এসব অসহায় মানুষকে টিকার আওতায় আনতে আমরা বিনামূল্যে নাম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি। শহরের শেরে বাংলা সড়কে সংগঠনের অফিসে চালু করা হয়েছে এ কার্যক্রম। এলাকার মসজিদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নিবন্ধন কাজের প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ অনলাইন কিভাবে টিকার নিবন্ধন করতে হয় জানেন না।

তাই সংগঠনের পক্ষ থেকে এসব লোকজনকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সচেতন করা হচ্ছে। সেই সঙ্গে সংগঠনের কার্যালয়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে অনলাইনে নাম নিবন্ধন করা হচ্ছে।

ইতিমধ্যে ২ শতাধিক নারী-পুরুষের নাম ও টিকা কার্ড মূদ্রণ করে দেয়া হয়েছে।

image

সৈয়দপুর (নীলফামারী) : বিনামূল্যে করোনার টিকার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন সতীর্থের স্বেচ্ছাসেবীরা -সংবাদ

আরও খবর
আর্তের সেবায় অক্সিজেন
১৬ জেলায় করোনায় মৃত্যু ৬৯ শনাক্ত ১৭৭৮
জরিমানায়ও থামানো যাচ্ছে না মানুষ-যান চলাচল!

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১৩ শ্রাবন ১৪২৮ ১৭ জিলহজ ১৪৪২

শ্রমজীবীদের গণটিকা নিবন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন সতীর্থ

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

image

সৈয়দপুর (নীলফামারী) : বিনামূল্যে করোনার টিকার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন সতীর্থের স্বেচ্ছাসেবীরা -সংবাদ

সরকারের গণটিকা কার্যক্রম সহজলভ্য হলেও করোনার টিকা নিবন্ধন প্রক্রিয়া এখনও সাধারণ কর্মজীবী মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। তাদের হাতে এনড্রয়েড ফোন না থাকায় করোনার টিকা নিবন্ধন থেকে বঞ্চিত হচ্ছেন। আবার কম্পিউটার দোকানে নাম নিবন্ধন করতে গেলে জনপ্রতি ৫০ টাকা খরচ করতে হয়। ফলে শ্রমজীবীরা টিকা নিতে আগ্রহী হলেও ঝামেলা ও অর্থের কারণে নিবন্ধন করতে পারছেন না।

এমন ভুক্তভোগী টিকা প্রত্যার্শীদের টিকা নিবন্ধনে এগিয়ে এসেছে সৈয়দপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন সতীর্থ। এ সংগঠনের সদস্যরা নিজেদের অফিসে ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষের নাম নিবন্ধন ও টিকা কার্ড মুদ্রণ করে দিচ্ছে।

বিনামূল্যে পরিচালিত এ কার্যক্রম নি¤œ আয়ের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। প্রতিদিন নাম নিবন্ধন করতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণীর অসংখ্য নারী-পুরুষ।

সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার রহমান বলেন, করোনাকালের শুরু থেকে তাদের সংগঠন মাস্ক বিতরণ ও মানুষকে সচেতন করতে প্রচার কার্যক্রম চালিয়ে আসছে।

দেশে গণটিকা কার্যক্রম শুরু হলে সাধারণ নি¤œ আয়ের দরিদ্র মানুষ নিবন্ধন জটিলতায় টিকা গ্রহণ করতে পারছে না। আবার অর্থ খরচ করেও তারা নাম নিবন্ধন করছে না। ফলে এসব অসহায় মানুষকে টিকার আওতায় আনতে আমরা বিনামূল্যে নাম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি। শহরের শেরে বাংলা সড়কে সংগঠনের অফিসে চালু করা হয়েছে এ কার্যক্রম। এলাকার মসজিদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে নিবন্ধন কাজের প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ অনলাইন কিভাবে টিকার নিবন্ধন করতে হয় জানেন না।

তাই সংগঠনের পক্ষ থেকে এসব লোকজনকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সচেতন করা হচ্ছে। সেই সঙ্গে সংগঠনের কার্যালয়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে অনলাইনে নাম নিবন্ধন করা হচ্ছে।

ইতিমধ্যে ২ শতাধিক নারী-পুরুষের নাম ও টিকা কার্ড মূদ্রণ করে দেয়া হয়েছে।