কানাডায় ছেলে অনিকের কাছে ববিতা

সারা বিশ্বে করোনার প্রকোপ শুরু হবার পর থেকে ববিতা তার একমাত্র ছেলে অনিকের কাছে কোনভাবেই যেতে পারছিলেন না। তার ছেলে কানাডায় থাকেন। কানাডায় যাবার ভীষণ অপেক্ষায় ছিলেন তিনি। এদিকে কানাডার ভিসাও শেষ হয়ে গিয়েছিল ববিতার। কানাডার ভিসা দেয়া হয় সিঙ্গাপুর থেকে। করোনার কারণে সেই ভিসা দেয়াও বন্ধ ছিলো। কিন্তু অবশেষে ববিতা ভিসা পেয়ে গেলো সপ্তাহে একমাত্র ছেলে অনিকের কাছে ছুটে গেলেন ববিতা। যে কারণে এবারের জন্মদিনটা ববিতা তার ছেলের সঙ্গেই উদযাপন করতে পারবেন। মুঠোফোনে কানাডা থেকে ববিতা বলেন, ‘প্রায় দুই বছর হলো অনিকের কাছে আসতে পারছিনা। ভেতরে ভেতরে খুউব কষ্ট হতো আমার। ঢাকার একাকী জীবন খুব এক ঘেয়ে হয়ে উঠেছিল। ছেলের কাছে এসে কী যে ভালো লাগছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। তবে জন্মদিন নিয়ে কোন উচ্ছ্বাস নেই। গত বুধবারই আমার মেজো চাচা ইন্তেকাল করেছেন। পরিচিত অনেকেই মারা যাচ্ছেন। এমতাবস্থায় মনটাও ভীষণ খারাপ। সব মিলিয়ে আসলে জন্মদিন উদযাপনের মতো মানসিকতা নেই এখন।’ নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমাতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে ববিতা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড় শত সিনেমাতে অভিনয় করেছেন। সব মিলিয়ে প্রায় ২৯০টি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

শুক্রবার, ৩০ জুলাই ২০২১ , ১৪ শ্রাবন ১৪২৮ ১৮ জিলহজ ১৪৪২

কানাডায় ছেলে অনিকের কাছে ববিতা

বিনোদন প্রতিবেদক

image

সারা বিশ্বে করোনার প্রকোপ শুরু হবার পর থেকে ববিতা তার একমাত্র ছেলে অনিকের কাছে কোনভাবেই যেতে পারছিলেন না। তার ছেলে কানাডায় থাকেন। কানাডায় যাবার ভীষণ অপেক্ষায় ছিলেন তিনি। এদিকে কানাডার ভিসাও শেষ হয়ে গিয়েছিল ববিতার। কানাডার ভিসা দেয়া হয় সিঙ্গাপুর থেকে। করোনার কারণে সেই ভিসা দেয়াও বন্ধ ছিলো। কিন্তু অবশেষে ববিতা ভিসা পেয়ে গেলো সপ্তাহে একমাত্র ছেলে অনিকের কাছে ছুটে গেলেন ববিতা। যে কারণে এবারের জন্মদিনটা ববিতা তার ছেলের সঙ্গেই উদযাপন করতে পারবেন। মুঠোফোনে কানাডা থেকে ববিতা বলেন, ‘প্রায় দুই বছর হলো অনিকের কাছে আসতে পারছিনা। ভেতরে ভেতরে খুউব কষ্ট হতো আমার। ঢাকার একাকী জীবন খুব এক ঘেয়ে হয়ে উঠেছিল। ছেলের কাছে এসে কী যে ভালো লাগছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। তবে জন্মদিন নিয়ে কোন উচ্ছ্বাস নেই। গত বুধবারই আমার মেজো চাচা ইন্তেকাল করেছেন। পরিচিত অনেকেই মারা যাচ্ছেন। এমতাবস্থায় মনটাও ভীষণ খারাপ। সব মিলিয়ে আসলে জন্মদিন উদযাপনের মতো মানসিকতা নেই এখন।’ নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমাতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে ববিতা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। নায়িকা হিসেবে ববিতা প্রায় দেড় শত সিনেমাতে অভিনয় করেছেন। সব মিলিয়ে প্রায় ২৯০টি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।