জঙ্গি উদ্বুদ্ধকারী বই প্রকাশ ‘এটিবি সদস্য’ গ্রেপ্তার

জঙ্গি কার্যক্রমে যুক্ত থাকার মামলায় গ্রেপ্তার মুফতি জসীম উদ্দিন রাহমানীর বই প্রকাশের অভিযোগে এক পুস্তক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (ইটিইউ)। হাবিবুর রহমান শামীম (৩২) নামের ওই ব্যবসায়ী জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিম (এটিবির) সদস্য বলে জানিয়েছে এটিইউ। বাংলাবাজারে আল রিহাব পাবলিকেশন্সের উদ্যোগে জঙ্গি কার্যক্রমে উদ্ধুদ্ধ করে এমন বই প্রকাশ করার অভিযোগ তার বিরুদ্ধে।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গত ১৬ সেপ্টেম্বর এটিইউর টিম ময়মনসিংহের মুক্তাগাছা থানায় এক মাশলায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য মো. কাউসার আহমেদ ওরফে মিলন ওরফে জাহিদ মোস্তফাকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার বাংলা বাজার এলাকায় রিহাব পাবলিকেশন্সের মালিক হাবিবুর রহমান শামীমকে আটক করা হয়। গত শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় নিজ বাড়ি থেকে থেকে তাকে আটকের সময় বিপুল পরিমাণ বই উদ্ধার হয়, যা পড়ে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ হয় অনেকে।

এটিইউ বলছে, গ্রেপ্তারকৃত আসামি মো. হাবিবুর রহমান ২০১৬ সালে আল রিহাব পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা সংস্থা চালু করে। মুফতি জসীম উদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসীম উদ্দিন রাহমানীর কিছু বই প্রকাশ করার জন্য দেয়। সে তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করে। এই সূত্রে সে মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করে। বই প্রকাশনার সূত্রে এবিটির কতিপয় সংগঠকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

‘গ্রেপ্তারকৃত মো. হাবিবুর রহমান এবিটি সদস্য ও অন্যান্য অনুসারীদের কাছে মুফতি জসীম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও উগ্রপন্থি বই গাজওয়াতুল হিন্দ, জেগে ওঠো হে উম্মাহ, সত্যের সন্ধানে হে যুবক, দাজ্জাল আসছে সতর্ক হও, গণতন্ত্রের অসারতা ও ধ্বংসলীলাসহ অন্যান্য উগ্রপন্থী বই-পুস্তিকা প্রকাশনা সরবরাহ, বিতরণ ও অনলাইন প্লাটফর্মে গোপনে বিক্রি করত।’ এ ছাড়া বিভিন্ন সময় সে আনসারুল্লাহ বাংলা টিমের উগ্র মতাদর্শের বিভিন্ন প্রিন্টেট ও ভিডিও কন্টেন্ট সমর্থকদের সঙ্গে শেয়ার করে আসছিল।

এটিইউ বলছে, দীর্ঘদিন ধরে আল-রিহাব পাবলিকেশন্স থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর প্রধান মুফতি জসীমুদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রপন্থি লেখকের বই প্রকাশ, প্রকাশনা, ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সদস্যদের কাছে উগ্রপন্থি বই ও পুস্তিকা বিক্রি করে সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, গোপনে অনলাইন এবং অফলাইনে উগ্রবাদী বই বিক্রি ও উগ্রপন্থি কর্মকা-ে উদ্বুদ্ধ করায় তাকে উপর্যুক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর
ইভ্যালিতে বিনিয়োগকারীর অর্থ কোথায় গেল, জানতে গোয়েন্দারা মাঠে
দুর্নীতিবাজরা যাতে শাস্তি পায় ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির
এসআই মামুন হত্যা, ফারিয়ার আত্মসমর্পণ
স্কুল-কলেজ খোলার পর সংক্রমণের কোন তথ্য পাওয়া যায়নি : শিক্ষামন্ত্রী
কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতাদের নিয়ে বিএনপির বৈঠক
পাবনায় সরকারি জমি দখল ও অনিয়মের বিরুদ্ধে কথা বলায় ইউপি চেয়ারম্যানকে সাবেক এমপির হত্যার হুমকি
সামঞ্জস্যপূর্ণ সাজার চর্চা নিশ্চিতে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
মিটফোর্ডে নকল-ভেজাল ওষুধের ছড়াছড়ি, অভিযানেও থামছে না
পাবনায় হালাল উপার্জনের প্রলোভনে ১০ কোটি টাকা আত্মসাৎ, স্কুল শিক্ষিকা গ্রেপ্তার
সৈকতের আলোকচিত্রী, পর্যটকদের অপেক্ষায়

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ , ৫ আশ্বিন ১৪২৮ ১১ সফর ১৪৪৩

জঙ্গি উদ্বুদ্ধকারী বই প্রকাশ ‘এটিবি সদস্য’ গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

জঙ্গি কার্যক্রমে যুক্ত থাকার মামলায় গ্রেপ্তার মুফতি জসীম উদ্দিন রাহমানীর বই প্রকাশের অভিযোগে এক পুস্তক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (ইটিইউ)। হাবিবুর রহমান শামীম (৩২) নামের ওই ব্যবসায়ী জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিম (এটিবির) সদস্য বলে জানিয়েছে এটিইউ। বাংলাবাজারে আল রিহাব পাবলিকেশন্সের উদ্যোগে জঙ্গি কার্যক্রমে উদ্ধুদ্ধ করে এমন বই প্রকাশ করার অভিযোগ তার বিরুদ্ধে।

এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গত ১৬ সেপ্টেম্বর এটিইউর টিম ময়মনসিংহের মুক্তাগাছা থানায় এক মাশলায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য মো. কাউসার আহমেদ ওরফে মিলন ওরফে জাহিদ মোস্তফাকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার বাংলা বাজার এলাকায় রিহাব পাবলিকেশন্সের মালিক হাবিবুর রহমান শামীমকে আটক করা হয়। গত শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় নিজ বাড়ি থেকে থেকে তাকে আটকের সময় বিপুল পরিমাণ বই উদ্ধার হয়, যা পড়ে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ হয় অনেকে।

এটিইউ বলছে, গ্রেপ্তারকৃত আসামি মো. হাবিবুর রহমান ২০১৬ সালে আল রিহাব পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা সংস্থা চালু করে। মুফতি জসীম উদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসীম উদ্দিন রাহমানীর কিছু বই প্রকাশ করার জন্য দেয়। সে তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করে। এই সূত্রে সে মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করে। বই প্রকাশনার সূত্রে এবিটির কতিপয় সংগঠকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

‘গ্রেপ্তারকৃত মো. হাবিবুর রহমান এবিটি সদস্য ও অন্যান্য অনুসারীদের কাছে মুফতি জসীম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও উগ্রপন্থি বই গাজওয়াতুল হিন্দ, জেগে ওঠো হে উম্মাহ, সত্যের সন্ধানে হে যুবক, দাজ্জাল আসছে সতর্ক হও, গণতন্ত্রের অসারতা ও ধ্বংসলীলাসহ অন্যান্য উগ্রপন্থী বই-পুস্তিকা প্রকাশনা সরবরাহ, বিতরণ ও অনলাইন প্লাটফর্মে গোপনে বিক্রি করত।’ এ ছাড়া বিভিন্ন সময় সে আনসারুল্লাহ বাংলা টিমের উগ্র মতাদর্শের বিভিন্ন প্রিন্টেট ও ভিডিও কন্টেন্ট সমর্থকদের সঙ্গে শেয়ার করে আসছিল।

এটিইউ বলছে, দীর্ঘদিন ধরে আল-রিহাব পাবলিকেশন্স থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর প্রধান মুফতি জসীমুদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রপন্থি লেখকের বই প্রকাশ, প্রকাশনা, ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর সদস্যদের কাছে উগ্রপন্থি বই ও পুস্তিকা বিক্রি করে সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, গোপনে অনলাইন এবং অফলাইনে উগ্রবাদী বই বিক্রি ও উগ্রপন্থি কর্মকা-ে উদ্বুদ্ধ করায় তাকে উপর্যুক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।