বাজারে ট্রিপল ক্যামেরার ওয়ালটন স্মার্টফোন ‘প্রিমো জিএইচ টেন’

নতুন আরেকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফোনটির মডেল ‘প্রিমো জিএইচ টেন’। ফোনটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম, অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন), ফেস আনলকসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এসএম রেজওয়ান আলম বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচ টেন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। ম্যাট ব্ল্যাক, রয়েল ব্লু এবং এমারেল্ড গ্রিন এই তিনটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। ফোনটির দাম ৭৯৯৯ টাকা। তবে এই ফোনে ৪০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। ফলে এর দাম পড়ছে ৭৫৯৯ টাকা।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকেও ফোনটি কেনার সুযোগ রয়েছে।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১.৬ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ২ জিবি র‌্যাম, ১২৮ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ওটিজি ইত্যাদি।

এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ট্রিপল অটোফোকাস ক্যামেরার প্রধান সেন্সরটি ৫পি লেন্স সমৃদ্ধ ১/৪ ইঞ্চির ৮ মেগাপিক্সেলের। পাশাপাশি আছে ০.৩ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ০.৩ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

বাজারে ট্রিপল ক্যামেরার ওয়ালটন স্মার্টফোন ‘প্রিমো জিএইচ টেন’

image

নতুন আরেকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফোনটির মডেল ‘প্রিমো জিএইচ টেন’। ফোনটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম, অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন), ফেস আনলকসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এসএম রেজওয়ান আলম বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচ টেন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। ম্যাট ব্ল্যাক, রয়েল ব্লু এবং এমারেল্ড গ্রিন এই তিনটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। ফোনটির দাম ৭৯৯৯ টাকা। তবে এই ফোনে ৪০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। ফলে এর দাম পড়ছে ৭৫৯৯ টাকা।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকেও ফোনটি কেনার সুযোগ রয়েছে।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১.৬ গিগাহার্টজ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, ২ জিবি র‌্যাম, ১২৮ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ওটিজি ইত্যাদি।

এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির ট্রিপল অটোফোকাস ক্যামেরার প্রধান সেন্সরটি ৫পি লেন্স সমৃদ্ধ ১/৪ ইঞ্চির ৮ মেগাপিক্সেলের। পাশাপাশি আছে ০.৩ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ০.৩ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে। সংবাদ বিজ্ঞপ্তি।