ক্লাব কাপ হকির দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আজ

ক্লাব কাপ হকির বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী আজ সন্ধ্যা ৬টায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে।

এ ম্যাচ নিয়ে আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুব হারুণ বলেছেন, ‘অনেক দিন পর হকি টার্ফে ফিরেছে। হয়তো সে কারণে খেলোয়াড়দের মধ্যে জড়তাটা কাটেনি। সব দলের খেলার মধ্যে এটাই পরিলক্ষিত হয়েছে। কাল গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই আমরা চিন্তিত। তবে আশা করছি, শেষ পর্যন্ত আমরা ম্যাচ জিততে পারবো।’

মোহামেডান কোচ মওদুদুর রহমান শুভ বলেছেন, ‘সবে মৌসুম শুরু হয়েছে। ধীরে ধীরে ফিটনেস থেকে অন্য সমস্যা কেটে যাবে। আমরা আবাহনীর বিপক্ষে সর্বশক্তি দিয়ে টার্ফে নামবো। দল জয়ের লক্ষ্যে খেলবে।’ গতকাল ক্লাব কাপ হকির খেলায় শিরোপাপ্রত্যাশী মেরিনার ইয়াংস ক্লাব ৭-২ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে হারায়। গোল করেন হৃদয় ২টি, সাতেন্দার কুমার ২টি, সোহানুর ১টি, রাব্বি ১টি ও সুজিৎ সিং ১টি।

আরেক ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে আজাদ স্পোর্টিংকে পরাজিত করে। ব্যাংকের রকিব ও রানা এবং আপজাদের পরিমল গোল করেন।

শনিবার, ০৯ অক্টোবর ২০২১ , ২৪ আশ্বিন ১৪২৮ ০১ রবিউল আউয়াল ১৪৪৩

ক্লাব কাপ হকির দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আজ

ক্রীড়া বার্তা পরিবেশক

ক্লাব কাপ হকির বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী আজ সন্ধ্যা ৬টায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে।

এ ম্যাচ নিয়ে আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুব হারুণ বলেছেন, ‘অনেক দিন পর হকি টার্ফে ফিরেছে। হয়তো সে কারণে খেলোয়াড়দের মধ্যে জড়তাটা কাটেনি। সব দলের খেলার মধ্যে এটাই পরিলক্ষিত হয়েছে। কাল গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই আমরা চিন্তিত। তবে আশা করছি, শেষ পর্যন্ত আমরা ম্যাচ জিততে পারবো।’

মোহামেডান কোচ মওদুদুর রহমান শুভ বলেছেন, ‘সবে মৌসুম শুরু হয়েছে। ধীরে ধীরে ফিটনেস থেকে অন্য সমস্যা কেটে যাবে। আমরা আবাহনীর বিপক্ষে সর্বশক্তি দিয়ে টার্ফে নামবো। দল জয়ের লক্ষ্যে খেলবে।’ গতকাল ক্লাব কাপ হকির খেলায় শিরোপাপ্রত্যাশী মেরিনার ইয়াংস ক্লাব ৭-২ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে হারায়। গোল করেন হৃদয় ২টি, সাতেন্দার কুমার ২টি, সোহানুর ১টি, রাব্বি ১টি ও সুজিৎ সিং ১টি।

আরেক ম্যাচে সোনালী ব্যাংক ২-১ গোলে আজাদ স্পোর্টিংকে পরাজিত করে। ব্যাংকের রকিব ও রানা এবং আপজাদের পরিমল গোল করেন।