জার্মানির কাছে হার রোমানিয়ার

ছেলে ইয়ানিস হ্যাগি এখনো তাঁর বাবা রোমানিয়ার কিংবদন্তি ফুটবলার গিওর্গি হ্যাজির কাছাকাছিও যেতে পারেননি। তবে বাবার কাছ থেকে পাওয়া প্রতিভা যে তাঁর মধ্যেও আছে তারই ঝলক দেখালেন শুক্রবার রাতে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

ম্যাচের ৯ মিনিটে দুর্দান্ত এক পাল্টা–আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে জার্মানির বক্সে ঢুকে গিয়ে একে একে পরাস্ত করলেন জার্মান লেফটব্যাক থিলো কেহেরের ও মিডফিল্ডার লিওন গোরেৎস্কাকে। চেলসির ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের দুই পায়ের ফাঁক দিয়ে করলেন নাটমেগ। বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে পরাস্ত করলেন গোলকিপার টের স্টেগেনকে।

জার্মানির হামবুর্গ স্টেডিয়ামে খেলা দেখতে আসা রোমানিয়ানরা ততক্ষণে উচ্ছাস্বিত। তবে তাঁদের এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি দুই বায়ার্ন তারকা সার্জ গেনাব্রি ও টমাস মুলারের ২ গোলে। জয় নিয়েই মাঠ ছেড়েছে ফেবারিট জার্মানি। এ জয় নিশ্চিত করে দিল কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে চারবারের শিরোপাজয়ীদের অংশগ্রহণ।

বাছাইপর্বের তিন ম্যাচ বাকি আছে এখনো। এর মধ্যেই ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে জার্মানি।

রবিবার, ১০ অক্টোবর ২০২১ , ২৫ আশ্বিন ১৪২৮ ০২ রবিউল আউয়াল ১৪৪৩

জার্মানির কাছে হার রোমানিয়ার

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বল নিয়ে ছুটছেন রোমানিয়ার হ্যাজি

ছেলে ইয়ানিস হ্যাগি এখনো তাঁর বাবা রোমানিয়ার কিংবদন্তি ফুটবলার গিওর্গি হ্যাজির কাছাকাছিও যেতে পারেননি। তবে বাবার কাছ থেকে পাওয়া প্রতিভা যে তাঁর মধ্যেও আছে তারই ঝলক দেখালেন শুক্রবার রাতে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

ম্যাচের ৯ মিনিটে দুর্দান্ত এক পাল্টা–আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে জার্মানির বক্সে ঢুকে গিয়ে একে একে পরাস্ত করলেন জার্মান লেফটব্যাক থিলো কেহেরের ও মিডফিল্ডার লিওন গোরেৎস্কাকে। চেলসির ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের দুই পায়ের ফাঁক দিয়ে করলেন নাটমেগ। বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে পরাস্ত করলেন গোলকিপার টের স্টেগেনকে।

জার্মানির হামবুর্গ স্টেডিয়ামে খেলা দেখতে আসা রোমানিয়ানরা ততক্ষণে উচ্ছাস্বিত। তবে তাঁদের এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি দুই বায়ার্ন তারকা সার্জ গেনাব্রি ও টমাস মুলারের ২ গোলে। জয় নিয়েই মাঠ ছেড়েছে ফেবারিট জার্মানি। এ জয় নিশ্চিত করে দিল কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে চারবারের শিরোপাজয়ীদের অংশগ্রহণ।

বাছাইপর্বের তিন ম্যাচ বাকি আছে এখনো। এর মধ্যেই ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে জার্মানি।