আজ পদাতিকের ‘কালরাত্রি’

রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১ অক্টোবর থেকে চলছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। শিল্পকলার সব মিলনায়তনে প্রতিদিনই থাকছে নাটক, আবৃত্তি, নৃত্যনাট্যর পরিবেশনা। এছাড়াও প্রতিদিন বিকাল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চ ও নাট্যশালার লবিতে থাকছে পথনাটক, নৃত্যালেখ্য, সংগীত, আবৃত্তি, নৃত্য, ধামাইল গান, গম্ভিরা, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম। আজ ১১ই অক্টোবর সন্ধ্যা সাতটায় এই উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কালরাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছে তানভীর আহমেদ সিডনী। নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। ‘কালরাত্রি’ নাটকের কাহিনিতে তুলে ধরা হয়েছে রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয়ের কথা। নাটকে অভিনয়

করেছেনÑ শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, কাজী সোহেল, জয়, জিতু, প্রান্ত, মিরা, নাসের, সৈয়দা শামছি আরা সায়কা প্রমুখ। এছাড়াও আজ পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে ঢাকা পদাতিক এর ‘কথা ৭১’ নাটক, স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে আপস্টেজ এর ‘স্বপ্নভুক’ নাটক। জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় রয়েছে নৃত্যাক্ষ এর নৃত্যনাট্য ‘আমার বাংলাদেশ’ ও ঢাকা স্বরকল্পনের আবৃত্তি প্রযোজনা ‘রণাঙ্গনের কথা’র প্রদর্শনী। নাট্যশালার লবির সামনে মুক্তমঞ্চে রয়েছে নাট্যভূমির পথনাটক, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার পরিবেশনা, স্বরকল্পন আবৃত্তি চক্রের দলীয় আবৃত্তি, মিরপুর সাংস্কৃতিক একাডেমির দলীয় সঙ্গীত, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের দলীয় নৃত্য।

সোমবার, ১১ অক্টোবর ২০২১ , ২৬ আশ্বিন ১৪২৮ ০৩ রবিউল আউয়াল ১৪৪৩

আজ পদাতিকের ‘কালরাত্রি’

বিনোদন প্রতিবেদক

image

রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১ অক্টোবর থেকে চলছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। শিল্পকলার সব মিলনায়তনে প্রতিদিনই থাকছে নাটক, আবৃত্তি, নৃত্যনাট্যর পরিবেশনা। এছাড়াও প্রতিদিন বিকাল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চ ও নাট্যশালার লবিতে থাকছে পথনাটক, নৃত্যালেখ্য, সংগীত, আবৃত্তি, নৃত্য, ধামাইল গান, গম্ভিরা, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম। আজ ১১ই অক্টোবর সন্ধ্যা সাতটায় এই উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কালরাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছে তানভীর আহমেদ সিডনী। নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। ‘কালরাত্রি’ নাটকের কাহিনিতে তুলে ধরা হয়েছে রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয়ের কথা। নাটকে অভিনয়

করেছেনÑ শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, কাজী সোহেল, জয়, জিতু, প্রান্ত, মিরা, নাসের, সৈয়দা শামছি আরা সায়কা প্রমুখ। এছাড়াও আজ পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে ঢাকা পদাতিক এর ‘কথা ৭১’ নাটক, স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে আপস্টেজ এর ‘স্বপ্নভুক’ নাটক। জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় রয়েছে নৃত্যাক্ষ এর নৃত্যনাট্য ‘আমার বাংলাদেশ’ ও ঢাকা স্বরকল্পনের আবৃত্তি প্রযোজনা ‘রণাঙ্গনের কথা’র প্রদর্শনী। নাট্যশালার লবির সামনে মুক্তমঞ্চে রয়েছে নাট্যভূমির পথনাটক, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার পরিবেশনা, স্বরকল্পন আবৃত্তি চক্রের দলীয় আবৃত্তি, মিরপুর সাংস্কৃতিক একাডেমির দলীয় সঙ্গীত, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের দলীয় নৃত্য।