সিলেট-বিয়ানীবাজার সড়কের সংস্কার কাজে কচ্ছপ গতি : জনদুর্ভোগ চরমে

সিলেট-চারখাই-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের সংস্কার কাজে ধরিগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। কবে এই সড়কের সংস্কার কাজ শেষ হবে, তা কেউ বলতে পারছে না। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, করোনা ও বৃষ্টিসহ অন্যান্য কারণে সংস্কার কাজে অনিচ্ছাকৃত দেরি হচ্ছে।

সিলেট-বিয়ানীবাজার সড়কের গুরুত্বপূর্ণ চারখাই বাজারে সবচেয়ে ধীরগতির সংস্কার কাজ চলমান থাকায় নিয়মিত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। অল্প কয়েকজন শ্রমিক দিয়ে কচ্ছপ গতিতে এই সংস্কার কাজ চলায় ভোগান্তি পোহাচ্ছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা।

শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধীরগতিতে সংস্কার কাজ চলমান থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক সড়কটির চারখাই বাজারের পশ্চিম অংশ থেকে গাছতলা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত সংস্কারের জন্য রাস্তায় বালি ফেলে রাখা হয়েছে। আর প্রতিদিন এই সড়ক দিয়ে আসা যাওয়া করা মালবাহী ট্রাকগুলো আটকা পড়ে যান চলাচল বিঘিœত হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কটি দুই কিলোমিটার সংস্কারে ঠিকাদার প্রতিষ্ঠান সময় ক্ষেপন করছে। ফলে প্রায়শই সড়কের বিভিন্ন স্থানে মালবাহী ট্রাকের চাকা আটকা পড়লে যান চলাচল বিঘিœত হয়। এলাকাবাসী সড়ক সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।

অন্যদিকে, সৃষ্ট সমস্যা সমাধানে এবং সংস্কার কাজ দ্রুত শেষ করতে অনেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোন ফল পাননি। উল্টো ঠিকাদার প্রতিষ্ঠানের খামখেয়ালিপনায় দুর্ভোগে পড়েছে এ সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের এসও আতাউর রহমান জানান, দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার, ১১ অক্টোবর ২০২১ , ২৬ আশ্বিন ১৪২৮ ০৩ রবিউল আউয়াল ১৪৪৩

সিলেট-বিয়ানীবাজার সড়কের সংস্কার কাজে কচ্ছপ গতি : জনদুর্ভোগ চরমে

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজার (সিলেট)

সিলেট-চারখাই-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের সংস্কার কাজে ধরিগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। কবে এই সড়কের সংস্কার কাজ শেষ হবে, তা কেউ বলতে পারছে না। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, করোনা ও বৃষ্টিসহ অন্যান্য কারণে সংস্কার কাজে অনিচ্ছাকৃত দেরি হচ্ছে।

সিলেট-বিয়ানীবাজার সড়কের গুরুত্বপূর্ণ চারখাই বাজারে সবচেয়ে ধীরগতির সংস্কার কাজ চলমান থাকায় নিয়মিত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। অল্প কয়েকজন শ্রমিক দিয়ে কচ্ছপ গতিতে এই সংস্কার কাজ চলায় ভোগান্তি পোহাচ্ছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা।

শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধীরগতিতে সংস্কার কাজ চলমান থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক সড়কটির চারখাই বাজারের পশ্চিম অংশ থেকে গাছতলা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত সংস্কারের জন্য রাস্তায় বালি ফেলে রাখা হয়েছে। আর প্রতিদিন এই সড়ক দিয়ে আসা যাওয়া করা মালবাহী ট্রাকগুলো আটকা পড়ে যান চলাচল বিঘিœত হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কটি দুই কিলোমিটার সংস্কারে ঠিকাদার প্রতিষ্ঠান সময় ক্ষেপন করছে। ফলে প্রায়শই সড়কের বিভিন্ন স্থানে মালবাহী ট্রাকের চাকা আটকা পড়লে যান চলাচল বিঘিœত হয়। এলাকাবাসী সড়ক সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।

অন্যদিকে, সৃষ্ট সমস্যা সমাধানে এবং সংস্কার কাজ দ্রুত শেষ করতে অনেকেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোন ফল পাননি। উল্টো ঠিকাদার প্রতিষ্ঠানের খামখেয়ালিপনায় দুর্ভোগে পড়েছে এ সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের এসও আতাউর রহমান জানান, দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।