দুর্গাপূজায় ৪ দিন সরকারি ছুটিসহ ৬ দফা দাবি

দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন সরকারি ছুটিসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দেশের সকল উপজেলায় সরকারি উদ্যোগে ১টি মডেল মন্দির নির্মাণের দাবি জানাই। পাশাপাশি বিশেষ প্রকল্প গ্রহণ করে চন্ডীতীর্থ মেধস আশ্রমের সংস্কার সড়ক উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশনের আদলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের আইন ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে যে জটিলতা রয়েছে তা নিরসন করতে হবে।

এসময় উপস্থিত সাংবাদিকদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদ্?যাপিত হবে। এবার চট্টগ্রাম জেলার অধীন ১৫ উপজেলায় সার্বজনীন ১ হাজার ৫৫৩টি ও পারিবারিক ৪১১টিসহ সর্বমোট ১ হাজার ৯৬৪টি পূজাম-পে হবে দুর্গাপূজা। এসব পূজা ম-পের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

পূজাম-পে নিজস্ব সেচ্ছাসেবক টিম রাখাসহ উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে ১০টি নির্দেশনা প্রদান করেন। যার মধ্যে রয়েছে, পূজোম-পে পর্যাপ্ত আলো-বাতাস রাখা, ম-পের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রাখা, মহিলা ও পুরুষ দর্শনার্থীর জন্য আলাদা প্রবেশমুখ, আতশবাজি ও পটকা পরিহার করা, আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখা ও বিজয়া দশমী আগামী শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর সূর্যোলোক থাকা অবস্থায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত’র সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক নারায়ণ চৌধুরী, অসীম দেব, বিপুল দত্ত, বিজয় কৃষ্ণ, বিশ্বজিৎ পালিত, উত্তম শর্মা, কল্লোর সেন, সাগর মিত্র, রিমন মুহুরী, সুভাষ চৌধুরী, দোলন মজুমদার, রাজভি শীল, কাজল শীল, অধ্যাপক শিমুল দে প্রমুখ।

সোমবার, ১১ অক্টোবর ২০২১ , ২৬ আশ্বিন ১৪২৮ ০৩ রবিউল আউয়াল ১৪৪৩

চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

দুর্গাপূজায় ৪ দিন সরকারি ছুটিসহ ৬ দফা দাবি

চট্টগ্রাম ব্যুরো

দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন সরকারি ছুটিসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দেশের সকল উপজেলায় সরকারি উদ্যোগে ১টি মডেল মন্দির নির্মাণের দাবি জানাই। পাশাপাশি বিশেষ প্রকল্প গ্রহণ করে চন্ডীতীর্থ মেধস আশ্রমের সংস্কার সড়ক উন্নয়ন, ইসলামিক ফাউন্ডেশনের আদলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের আইন ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নে যে জটিলতা রয়েছে তা নিরসন করতে হবে।

এসময় উপস্থিত সাংবাদিকদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদ্?যাপিত হবে। এবার চট্টগ্রাম জেলার অধীন ১৫ উপজেলায় সার্বজনীন ১ হাজার ৫৫৩টি ও পারিবারিক ৪১১টিসহ সর্বমোট ১ হাজার ৯৬৪টি পূজাম-পে হবে দুর্গাপূজা। এসব পূজা ম-পের সার্বিক নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

পূজাম-পে নিজস্ব সেচ্ছাসেবক টিম রাখাসহ উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে ১০টি নির্দেশনা প্রদান করেন। যার মধ্যে রয়েছে, পূজোম-পে পর্যাপ্ত আলো-বাতাস রাখা, ম-পের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রাখা, মহিলা ও পুরুষ দর্শনার্থীর জন্য আলাদা প্রবেশমুখ, আতশবাজি ও পটকা পরিহার করা, আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখা ও বিজয়া দশমী আগামী শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর সূর্যোলোক থাকা অবস্থায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত’র সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক নারায়ণ চৌধুরী, অসীম দেব, বিপুল দত্ত, বিজয় কৃষ্ণ, বিশ্বজিৎ পালিত, উত্তম শর্মা, কল্লোর সেন, সাগর মিত্র, রিমন মুহুরী, সুভাষ চৌধুরী, দোলন মজুমদার, রাজভি শীল, কাজল শীল, অধ্যাপক শিমুল দে প্রমুখ।