সন্তান লালন-পালন

সন্তান জন্ম দিলেই বাবা-মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাকে কীভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। একটি শিশুর স্বাভাবিক বিকাশনির্ভর করে তার প্যারেন্টিংয়ের ধরনের ওপর। কিন্তু অনেক বাবা-মা এ বিষয়ে উদাসীন।

শিশুরা অনুকরণ প্রিয়, তারা যা দেখবে তাই শিখবে। জন্মের পর থেকেই তার বাবা-মা, প্রতিবেশী, আত্মীয়স্বজন এদের আচার আচরণ দেখে বড় হয়। আর বড় হয়ে সেই আচরণগুলোই সে করতে চায়। তাই শিশুদের সঙ্গে যদি সব সময় আন্তরিকতা নিয়ে কথা বলা হয় তবে তার মাঝে পজিটিভ ফিলিংস কাজ করবে।

শিশুরা যদি কোনো কাজ ভালোভাবে করে তবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ফলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করবে। আবার কোনো কাজে ব্যর্থ হলে তাকে বকাবকি করা যাবে না বরং তাকে সুন্দর করে বুঝাতে হবে। যাতে সে পরবর্তীতে সে ভালো করার চেষ্টা করে।

শিশুদের ও নিজস্ব আত্মসম্মানবোধ রয়েছে তাই কারো সামনে তাকে ছোট করে কথা বলা ঠিক না। অনেক বাবা-মা আছেন যারা তাদের নিত্যদিনের ঝগড়াঝাটি শিশুদের সামনেই করেন। এটি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিশু-সন্তান বড় হয়ে ওঠার আগেই তাকে লালন-পালনের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন।

ইসরাত নাজনীন জেসমিন

আরও খবর

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

সন্তান লালন-পালন

সন্তান জন্ম দিলেই বাবা-মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাকে কীভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেদিকে লক্ষ্য রাখা দরকার। একটি শিশুর স্বাভাবিক বিকাশনির্ভর করে তার প্যারেন্টিংয়ের ধরনের ওপর। কিন্তু অনেক বাবা-মা এ বিষয়ে উদাসীন।

শিশুরা অনুকরণ প্রিয়, তারা যা দেখবে তাই শিখবে। জন্মের পর থেকেই তার বাবা-মা, প্রতিবেশী, আত্মীয়স্বজন এদের আচার আচরণ দেখে বড় হয়। আর বড় হয়ে সেই আচরণগুলোই সে করতে চায়। তাই শিশুদের সঙ্গে যদি সব সময় আন্তরিকতা নিয়ে কথা বলা হয় তবে তার মাঝে পজিটিভ ফিলিংস কাজ করবে।

শিশুরা যদি কোনো কাজ ভালোভাবে করে তবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ফলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করবে। আবার কোনো কাজে ব্যর্থ হলে তাকে বকাবকি করা যাবে না বরং তাকে সুন্দর করে বুঝাতে হবে। যাতে সে পরবর্তীতে সে ভালো করার চেষ্টা করে।

শিশুদের ও নিজস্ব আত্মসম্মানবোধ রয়েছে তাই কারো সামনে তাকে ছোট করে কথা বলা ঠিক না। অনেক বাবা-মা আছেন যারা তাদের নিত্যদিনের ঝগড়াঝাটি শিশুদের সামনেই করেন। এটি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিশু-সন্তান বড় হয়ে ওঠার আগেই তাকে লালন-পালনের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন।

ইসরাত নাজনীন জেসমিন