ইকুরিয়ার এবং লুবনান, ইনফিনিটি, রিচম্যান এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ডিজিটাল কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ই-কুরিয়ার এবং জনপ্রিয় ক্লোথিং ফ্যাশন ব্র্যান্ড লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লুবনান এর হেড অফিসে অনুষ্ঠিত হওয়া এই সমঝোতা চুক্তির ফলে এখন থেকে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি কাস্টমারের কাছে লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান এর সকল ধরণের ফ্যাশন এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে ইকুরিয়ার।

উক্ত অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকুরিয়ার), মো. জাহিদুল ইসলাম (লিড বিসনেজ গ্রোথ, ইকুরিয়ার), প্রীতি সরকার (কি একাউন্ট ম্যানেজার, ইকুরিয়ার)। একই সঙ্গে লুবনান, ইনফিনিটি, রিচম্যান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ রাশেদুল হক (চিফ কমার্শিয়াল অফিসার), আবুল কালাম আজাদ (চিফ এক্সিকিউটিভ অফিসার), এসএম সালমান জাহিদ (ই-কমার্স ম্যানেজার, ইনফিনিটি)।

অনুষ্ঠানে ইকুরিয়ার এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিপ্লব জি রাহুল বলেন, ‘আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ^াস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সঙ্গে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযতেœœ। আর তাই, প্রডাক্টেও সুরক্ষার দায়িত্বটা আমাদেরই।’ সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৩ অক্টোবর ২০২১ , ২৮ আশ্বিন ১৪২৮ ০৫ রবিউল আউয়াল ১৪৪৩

ইকুরিয়ার এবং লুবনান, ইনফিনিটি, রিচম্যান এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

image

ডিজিটাল কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ই-কুরিয়ার এবং জনপ্রিয় ক্লোথিং ফ্যাশন ব্র্যান্ড লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লুবনান এর হেড অফিসে অনুষ্ঠিত হওয়া এই সমঝোতা চুক্তির ফলে এখন থেকে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি কাস্টমারের কাছে লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান এর সকল ধরণের ফ্যাশন এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে ইকুরিয়ার।

উক্ত অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকুরিয়ার), মো. জাহিদুল ইসলাম (লিড বিসনেজ গ্রোথ, ইকুরিয়ার), প্রীতি সরকার (কি একাউন্ট ম্যানেজার, ইকুরিয়ার)। একই সঙ্গে লুবনান, ইনফিনিটি, রিচম্যান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ রাশেদুল হক (চিফ কমার্শিয়াল অফিসার), আবুল কালাম আজাদ (চিফ এক্সিকিউটিভ অফিসার), এসএম সালমান জাহিদ (ই-কমার্স ম্যানেজার, ইনফিনিটি)।

অনুষ্ঠানে ইকুরিয়ার এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিপ্লব জি রাহুল বলেন, ‘আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ^াস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সঙ্গে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযতেœœ। আর তাই, প্রডাক্টেও সুরক্ষার দায়িত্বটা আমাদেরই।’ সংবাদ বিজ্ঞপ্তি।