টেকসই নগর গড়তে জনস্বাস্থ্যে গুরুত্বারোপ নাসিক কাউন্সিলরদের

নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগরভবনে সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী এই কর্মশালায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন। টেকসই নগর গড়তে জনস্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার বিষয়টি কর্মশালায় উঠে আসে।

সেবামূলক সংস্থা সেভ দ্য চিলড্রেন আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন সেভ দ্য চিলড্রেনের মেন্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম সালেহ ভূঁইয়া। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ , ২৯ আশ্বিন ১৪২৮ ০৬ রবিউল আউয়াল ১৪৪৩

টেকসই নগর গড়তে জনস্বাস্থ্যে গুরুত্বারোপ নাসিক কাউন্সিলরদের

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগরভবনে সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী এই কর্মশালায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন। টেকসই নগর গড়তে জনস্বাস্থ্যে বিশেষ নজর দেওয়ার বিষয়টি কর্মশালায় উঠে আসে।

সেবামূলক সংস্থা সেভ দ্য চিলড্রেন আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন সেভ দ্য চিলড্রেনের মেন্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম সালেহ ভূঁইয়া। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী।