বিটিভির ‘অনাকাক্সিক্ষত’তে আবুল হায়াত

গতকাল থেকে আজ টানা দু’দিন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় একটি খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত। সোহরাব হোসেনের মূল ভাবনায় ফজলুল করিমের রচনায় তিনি ‘অনাকাক্সিক্ষত’ শিরোনামের নাটকে অভিনয় করছেন রায়হান চরিত্রে। যিনি মূলত নাটকের নায়িকার দাদা। করোনা থেকে সুস্থ হওয়ার পর আবুল হায়াত বেশ সচেতনভাবেই নাটকের কাজ করছেন। যে কারণে বেছে বেছে একটু বুঝে শুনেই কাজ করছেন তিনি। আবুল হায়াত বলেন, ‘আমি যেসব নাটকে কাজ করছি স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করা হয়ে থাকে। তাছাড়া বিটিভি সরকারি একটি প্রতিষ্ঠান। যথেষ্ট সতর্কতার সঙ্গেই সেখানে সব নিয়মকানুন মেনে শুটিং হয়। অনাকাক্সিক্ষত নাটকটির গল্প পারিবারিক গল্প। আমার কাছে গল্পটা ভালো লেগেছে। ঠিকঠাক মতো নাটকটি নির্মিত হলে দর্শকেরও ভালো লাগতে পারে বলে আমি আশা রাখছি।’ এদিকে এরই মধ্যে আবুল হায়াত মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চালডাল ডটকমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আগামী কযেকদিনের মধ্যে তিনি প্রয়াত গুনী পরিচালক ফজলুল হকের পরিচালনায় নির্মিত হওয়া একটি ধারাবাহিক নাটকের কাজ আবারো শুরু করতে যাচ্ছেন। অন্য একজন পরিচালক নাটকটি এখন নির্মাণ করবেন বলে জানান আবুল হায়াত।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ , ২৯ আশ্বিন ১৪২৮ ০৬ রবিউল আউয়াল ১৪৪৩

বিটিভির ‘অনাকাক্সিক্ষত’তে আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক

image

গতকাল থেকে আজ টানা দু’দিন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় একটি খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত। সোহরাব হোসেনের মূল ভাবনায় ফজলুল করিমের রচনায় তিনি ‘অনাকাক্সিক্ষত’ শিরোনামের নাটকে অভিনয় করছেন রায়হান চরিত্রে। যিনি মূলত নাটকের নায়িকার দাদা। করোনা থেকে সুস্থ হওয়ার পর আবুল হায়াত বেশ সচেতনভাবেই নাটকের কাজ করছেন। যে কারণে বেছে বেছে একটু বুঝে শুনেই কাজ করছেন তিনি। আবুল হায়াত বলেন, ‘আমি যেসব নাটকে কাজ করছি স্বাস্থ্যবিধি মেনেই কাজ করার চেষ্টা করা হয়ে থাকে। তাছাড়া বিটিভি সরকারি একটি প্রতিষ্ঠান। যথেষ্ট সতর্কতার সঙ্গেই সেখানে সব নিয়মকানুন মেনে শুটিং হয়। অনাকাক্সিক্ষত নাটকটির গল্প পারিবারিক গল্প। আমার কাছে গল্পটা ভালো লেগেছে। ঠিকঠাক মতো নাটকটি নির্মিত হলে দর্শকেরও ভালো লাগতে পারে বলে আমি আশা রাখছি।’ এদিকে এরই মধ্যে আবুল হায়াত মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় চালডাল ডটকমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আগামী কযেকদিনের মধ্যে তিনি প্রয়াত গুনী পরিচালক ফজলুল হকের পরিচালনায় নির্মিত হওয়া একটি ধারাবাহিক নাটকের কাজ আবারো শুরু করতে যাচ্ছেন। অন্য একজন পরিচালক নাটকটি এখন নির্মাণ করবেন বলে জানান আবুল হায়াত।