লিবিয়ায় বন্দীশিবিরে ঝুঁকিতে নারী-শিশুরা

লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দীশিবিরে কমপক্ষে এক হাজার নারী ও শিশু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্কবার্তা দেয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, ‘চলতি মাসে ত্রিপোলিতে হাজার হাজার অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীকে আটক করা হয়। এদের মধ্যে খুব ঝুঁকিতে থাকা ৭৫১ জন নারী ও ২৫৫টি শিশু রয়েছে। বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৩০টি নবজাতক শিশু ও পাঁচটি অভিভাবকহীন শিশু রয়েছে। ত্রিপোলির বন্দীশিবিরের প্রায় ১ হাজার নারী ও শিশুর নিরাপত্তা ও সুস্থতা খুবই ঝুঁকির মধ্যে পড়েছে।’ চলতি মাসের শুরুতে অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে অভিযান শুরু করে লিবিয়া কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, লিবিয়া সরকারের অভিযানে অন্তত পাঁচ হাজার অভিবাসী ও শরণার্থীকে আটক করা হয়। লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচারকে লক্ষ করে লিবিয়া সরকারের অভিযানে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। লিবিয়ায় ইউনিসেফের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি ক্রিস্টিনা ব্রুগিওলা বলেন, নির্বিচারে আটক হওয়াসহ অন্যান্য গুরুতর শিশু অধিকার লঙ্ঘনের মুখে লিবিয়ার অভিবাসী ও শরণার্থী শিশুরা। তিনি বলেন, শিশুরা এসব বন্দিশিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে। আটক করা শিশুর সংখ্যা আমাদের ধারণার আরও অনেক বেশি। প্রাপ্তবয়স্ক পুরুষদের সঙ্গে অনেক ছেলেশিশুকে বন্দিশিবিরে রাখার অভিযোগ আমরা পেয়েছি।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ , ২৯ আশ্বিন ১৪২৮ ০৬ রবিউল আউয়াল ১৪৪৩

লিবিয়ায় বন্দীশিবিরে ঝুঁকিতে নারী-শিশুরা

image

লিবিয়ায় বন্দীশিবিরে অসহায় নারীদের আর্তনাদ -এএফপি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দীশিবিরে কমপক্ষে এক হাজার নারী ও শিশু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্কবার্তা দেয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, ‘চলতি মাসে ত্রিপোলিতে হাজার হাজার অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়প্রত্যাশীকে আটক করা হয়। এদের মধ্যে খুব ঝুঁকিতে থাকা ৭৫১ জন নারী ও ২৫৫টি শিশু রয়েছে। বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৩০টি নবজাতক শিশু ও পাঁচটি অভিভাবকহীন শিশু রয়েছে। ত্রিপোলির বন্দীশিবিরের প্রায় ১ হাজার নারী ও শিশুর নিরাপত্তা ও সুস্থতা খুবই ঝুঁকির মধ্যে পড়েছে।’ চলতি মাসের শুরুতে অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে অভিযান শুরু করে লিবিয়া কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, লিবিয়া সরকারের অভিযানে অন্তত পাঁচ হাজার অভিবাসী ও শরণার্থীকে আটক করা হয়। লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচারকে লক্ষ করে লিবিয়া সরকারের অভিযানে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। লিবিয়ায় ইউনিসেফের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি ক্রিস্টিনা ব্রুগিওলা বলেন, নির্বিচারে আটক হওয়াসহ অন্যান্য গুরুতর শিশু অধিকার লঙ্ঘনের মুখে লিবিয়ার অভিবাসী ও শরণার্থী শিশুরা। তিনি বলেন, শিশুরা এসব বন্দিশিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে। আটক করা শিশুর সংখ্যা আমাদের ধারণার আরও অনেক বেশি। প্রাপ্তবয়স্ক পুরুষদের সঙ্গে অনেক ছেলেশিশুকে বন্দিশিবিরে রাখার অভিযোগ আমরা পেয়েছি।