সৈয়দপুরে চার সেলুনে পাঠাগার

সৈয়দপুর শহরে সেলুনকে বানানো হলো মিনি পাঠাগার। চুল কাটাতে এসে অপেক্ষার সময়টুকু জ্ঞান আহরণে কাজে লাগাতেই এ কর্মসূচি। এ জন্য শহরের ৪টি সেলুনে বিতরণ করা হয়েছে বই। এর আগে বইয়ের তাক র‌্যাক বানাতে সরকারিভাবে অর্থও দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা মূল্যের বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য।

গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সেলুন মালিকদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন ও ইউএনও শামীম হুসাইন।

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের অর্থায়নে বই বিতরণ কর্মসূচিতে সৈয়দপুরে ৪টি সেলুন তালিকাভুক্ত করা হয়। যেসব সেলুন বই পেয়েছে সেগুলো হলো- শহরের তুলশীরাম স্কুল সড়কের বিসমিল্লাহ সেলুন, সৈয়দপুর প্লাজার এসি সেলুন, খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের কৃষ্ণ সেলুন ও একই এলাকার স্বপন চন্দ্র সেলুন।

সেলুন চুল কাটাতে আসা গ্রাহকরা অপেক্ষমান সময়ে এসব বই পড়ে জ্ঞান আহরণে অভ্যস্ত করে তুলতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেলুনগুলোতে বই রাখার র‌্যাক তৈরির জন্য এর আগে ৪ হাজার ২শ’ টাকা করে দেওয়া হয়।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, নির্বাচন অফিসার রবিউল ইসলাম ও সেতুবন্ধন পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

সৈয়দপুরে চার সেলুনে পাঠাগার

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর শহরে সেলুনকে বানানো হলো মিনি পাঠাগার। চুল কাটাতে এসে অপেক্ষার সময়টুকু জ্ঞান আহরণে কাজে লাগাতেই এ কর্মসূচি। এ জন্য শহরের ৪টি সেলুনে বিতরণ করা হয়েছে বই। এর আগে বইয়ের তাক র‌্যাক বানাতে সরকারিভাবে অর্থও দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা মূল্যের বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য।

গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সেলুন মালিকদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন ও ইউএনও শামীম হুসাইন।

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তরের অর্থায়নে বই বিতরণ কর্মসূচিতে সৈয়দপুরে ৪টি সেলুন তালিকাভুক্ত করা হয়। যেসব সেলুন বই পেয়েছে সেগুলো হলো- শহরের তুলশীরাম স্কুল সড়কের বিসমিল্লাহ সেলুন, সৈয়দপুর প্লাজার এসি সেলুন, খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের কৃষ্ণ সেলুন ও একই এলাকার স্বপন চন্দ্র সেলুন।

সেলুন চুল কাটাতে আসা গ্রাহকরা অপেক্ষমান সময়ে এসব বই পড়ে জ্ঞান আহরণে অভ্যস্ত করে তুলতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেলুনগুলোতে বই রাখার র‌্যাক তৈরির জন্য এর আগে ৪ হাজার ২শ’ টাকা করে দেওয়া হয়।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, নির্বাচন অফিসার রবিউল ইসলাম ও সেতুবন্ধন পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।