শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘বঙ্গবন্ধু’ দিয়ে সাবিলা নূরের চলচ্চিত্রে অভিনয় শুরু হলো।। এতে সাবিলা বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার চরিত্রে অভিনয় করছেন। এ ব্যাপারে সাবিলা বলেন, ‘এ সিনেমায় একটি চরিত্র ৩টি ধাপে করা হচ্ছে। একেক জন একেকটা বয়সে প্লে করছে। আমার চরিত্রটা আরও দু’জন অভিনেত্রী প্লে করেছেন। আমি তরুণ বয়সের চরিত্রটা করছি। সবকিছু মিলিয়ে একটা বড় প্রস্তুতি নিয়েছি। খুবই সুন্দর একটা পরিবেশে শুটিং করেছি। সকাল ৬টার সময় কল টাইম থাকতো। খুব বেশি হলে দিনে ৩টা সিন করতাম আমরা। ৩টার বেশি সিন করাই হতো না। অনেক আরামে শুটিং করেছিলাম। এদিকে, নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে ‘বঙ্গবন্ধু’- সিনেমার বাংলাদেশ অংশের শুটিং। তবে তার শিডিউল সম্পর্কে এখন নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না সাবিলা। কারণ তাকে এখনো সেভাবে কিছু জানানো হয়নি। এদিকে, বর্তমানে নাটকের শুটিং নিয়ে সময় পার করছেন তিনি।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘বঙ্গবন্ধু’ দিয়ে সাবিলা নূরের চলচ্চিত্রে অভিনয় শুরু হলো।। এতে সাবিলা বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার চরিত্রে অভিনয় করছেন। এ ব্যাপারে সাবিলা বলেন, ‘এ সিনেমায় একটি চরিত্র ৩টি ধাপে করা হচ্ছে। একেক জন একেকটা বয়সে প্লে করছে। আমার চরিত্রটা আরও দু’জন অভিনেত্রী প্লে করেছেন। আমি তরুণ বয়সের চরিত্রটা করছি। সবকিছু মিলিয়ে একটা বড় প্রস্তুতি নিয়েছি। খুবই সুন্দর একটা পরিবেশে শুটিং করেছি। সকাল ৬টার সময় কল টাইম থাকতো। খুব বেশি হলে দিনে ৩টা সিন করতাম আমরা। ৩টার বেশি সিন করাই হতো না। অনেক আরামে শুটিং করেছিলাম। এদিকে, নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে ‘বঙ্গবন্ধু’- সিনেমার বাংলাদেশ অংশের শুটিং। তবে তার শিডিউল সম্পর্কে এখন নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না সাবিলা। কারণ তাকে এখনো সেভাবে কিছু জানানো হয়নি। এদিকে, বর্তমানে নাটকের শুটিং নিয়ে সময় পার করছেন তিনি।