জাদুঘরে টিকিট সংগ্রহে ভোগান্তি

সরকার নির্দেশিত লকডাউন কার্যক্রম তুলে নেওয়ার পর থেকেই পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে কিংবা না মেনে অনেক দর্শক আসছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক জাদুঘর দেখতে।

কিন্তু অধিকাংশ দর্শক জাদুঘরে প্রবেশ করতে হচ্ছেন ভোগান্তির শিকার। জাদুঘরের বহির্বিভাগে নাই কোনো টিকিট কাউন্টার। বিকল্প হিসেবে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হয়। যার জন্য অবশ্যই স্মার্টফোন থাকা জরুরি, যা অনেক দর্শনার্থীর কাছেই নেই। তাদেরকে অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে একটা টিকিট সংগ্রহ করতে। আবার অনেকের স্মার্টফোন থাকা সত্ত্বেও টিকিট কাটার নিয়ম অবগত না থাকার জন্যও পড়তে হচ্ছে ভোগান্তিতে। জাদুঘরের গেটের পাশে সবসময় জটলা লেগেই থাকছে। ভিতরে স্বাস্থ্যবিধির ব্যপারে কঠোর থাকলেও বাইরে কোন বালাই নেই।

তাই করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে। অতি শীঘ্রই জাদুঘরে অফলাইন টিকিট কাউন্টার চালু করে দর্শনার্থীদের ভোগান্তি ও করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহ

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

জাদুঘরে টিকিট সংগ্রহে ভোগান্তি

সরকার নির্দেশিত লকডাউন কার্যক্রম তুলে নেওয়ার পর থেকেই পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে কিংবা না মেনে অনেক দর্শক আসছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক জাদুঘর দেখতে।

কিন্তু অধিকাংশ দর্শক জাদুঘরে প্রবেশ করতে হচ্ছেন ভোগান্তির শিকার। জাদুঘরের বহির্বিভাগে নাই কোনো টিকিট কাউন্টার। বিকল্প হিসেবে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হয়। যার জন্য অবশ্যই স্মার্টফোন থাকা জরুরি, যা অনেক দর্শনার্থীর কাছেই নেই। তাদেরকে অন্যের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে একটা টিকিট সংগ্রহ করতে। আবার অনেকের স্মার্টফোন থাকা সত্ত্বেও টিকিট কাটার নিয়ম অবগত না থাকার জন্যও পড়তে হচ্ছে ভোগান্তিতে। জাদুঘরের গেটের পাশে সবসময় জটলা লেগেই থাকছে। ভিতরে স্বাস্থ্যবিধির ব্যপারে কঠোর থাকলেও বাইরে কোন বালাই নেই।

তাই করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকে যাচ্ছে। অতি শীঘ্রই জাদুঘরে অফলাইন টিকিট কাউন্টার চালু করে দর্শনার্থীদের ভোগান্তি ও করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহ