দুই বিচারপতির মতবিরোধ, এজলাস ছাড়লেন একজন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কি না তা নিয়ে দুই বিচারপতির মতবিরোধে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। বিচারপতি এজলাস ছাড়ার কারণে গতকাল হাইকোর্টের এনেক্স ২৭ বেঞ্চের বিচার কাজ বন্ধ ছিল।

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘?দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে কোর্টে এনে বসিয়ে রাখুন।’ তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, ‘দুদকের কি আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন?’

এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা।’ কনিষ্ঠ বিচারপতি জবাবে বলেন, ‘তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?’ এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি। পরে কনিষ্ঠ বিচারপতিও এজলাস ত্যাগ করেন।

আরও খবর
যত খুশি গালি দিতে পারেন আমি আইন মোতাবেক চলব
গৌরব ও ঐতিহ্যের ৫৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খালেদার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না মেলানোর আহ্বান মির্জা ফখরুলের
৩৩ বছরেও হয়নি টিএসসি, আক্ষেপ তথ্যমন্ত্রীর
নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক
সিটিং সার্ভিসের ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির
নেত্রকোনায় ফ্ল্যাটে বাবা ও শিশুপুত্রের লাশ
স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত
নরসিংদীতে দেড় বছর পর হত্যা রহস্য উদ্ঘাটন
আহসানিয়া মিশনের প্রিন্টিং প্রেস থেকে ফাঁস হতো ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন
আপনজন ফিরে পেল ছয় পরিবার

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ , ৪ অগ্রহায়ণ ১৪২৮ ১৩ রবিউস সানি ১৪৪৩

দুই বিচারপতির মতবিরোধ, এজলাস ছাড়লেন একজন

আদালত বার্তা পরিবেশক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কি না তা নিয়ে দুই বিচারপতির মতবিরোধে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। বিচারপতি এজলাস ছাড়ার কারণে গতকাল হাইকোর্টের এনেক্স ২৭ বেঞ্চের বিচার কাজ বন্ধ ছিল।

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘?দুদকের মামলা যারা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে কোর্টে এনে বসিয়ে রাখুন।’ তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, ‘দুদকের কি আর কাজ নেই, একজন অফিসার এখানে এসে বসে থাকবেন?’

এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা।’ কনিষ্ঠ বিচারপতি জবাবে বলেন, ‘তাহলে বেঞ্চে দুই বিচারপতি রাখার দরকার কী?’ এরপর কনিষ্ঠ বিচারপতির প্রতি অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি। পরে কনিষ্ঠ বিচারপতিও এজলাস ত্যাগ করেন।