পরিবেশবান্ধব ডাইস ও কেমিক্যালস অনুসন্ধানের আহ্বান বিজিএমইএ’র

টেকসই উৎপাদনের জন্য পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ডাইস ও কেমিক্যালস এবং নতুন নতুন প্রযুক্তি অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি টেক্সটাইল খাতে কর্মরত টেকনিশিয়ানদের সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল থাকার আহ্বান জানান, যাতে তারা উৎপাদন প্রক্রিয়া চলাকালীন কেমিক্যালস ও ডাইসের অপচয় কমাতে পারেন।

সুইস কালারস বাংলাদেশ লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ফারুক হাসান বলেন, ‘বৈশ্বিক সাপ্লাই চেইনে সুতা, কেমিক্যালস ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক উৎপাদনে খরচ বেড়েছে। বিষয়টি বিবেচনা করে ব্র্যান্ড ও ক্রেতাদের পণ্যের দাম বাড়ানো প্রয়োজন।’

সুইস কালারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আখতার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আজহার হোসেন এবং হান্টসম্যানের কান্ট্রি ম্যানেজার শওকত সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

পরিবেশবান্ধব ডাইস ও কেমিক্যালস অনুসন্ধানের আহ্বান বিজিএমইএ’র

অর্থনৈতিক বার্তা পরিবেশক

টেকসই উৎপাদনের জন্য পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ডাইস ও কেমিক্যালস এবং নতুন নতুন প্রযুক্তি অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি টেক্সটাইল খাতে কর্মরত টেকনিশিয়ানদের সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল থাকার আহ্বান জানান, যাতে তারা উৎপাদন প্রক্রিয়া চলাকালীন কেমিক্যালস ও ডাইসের অপচয় কমাতে পারেন।

সুইস কালারস বাংলাদেশ লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ফারুক হাসান বলেন, ‘বৈশ্বিক সাপ্লাই চেইনে সুতা, কেমিক্যালস ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক উৎপাদনে খরচ বেড়েছে। বিষয়টি বিবেচনা করে ব্র্যান্ড ও ক্রেতাদের পণ্যের দাম বাড়ানো প্রয়োজন।’

সুইস কালারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আখতার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আজহার হোসেন এবং হান্টসম্যানের কান্ট্রি ম্যানেজার শওকত সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।