আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তিনজনকে প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

নতুন তিনজন প্রেসিডিয়াম সদস্য হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাড. কামরুল ইসলাম।

বৈঠক সূত্রে জানা যায়, শোক প্রস্তাবের মাধ্যমে ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়। শেখ হাসিনার অনুমতিক্রমে শূন্য হওয়া প্রেসিডিয়াম সদস্য পদে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সাংগঠনিক সম্পাদকরা তাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।

দলটির সভাপতিম-লীর সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য পদে এই তিন নেতাকে যুক্ত করা হলো। নতুন এই তিনজনকে নিয়ে এখন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্যের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

এর আগে ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন ১৭ জন।

তারা হলেন- সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

নিজস্ব বার্তা পরিবেশক

image

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তিনজনকে প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

নতুন তিনজন প্রেসিডিয়াম সদস্য হলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাড. কামরুল ইসলাম।

বৈঠক সূত্রে জানা যায়, শোক প্রস্তাবের মাধ্যমে ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়। শেখ হাসিনার অনুমতিক্রমে শূন্য হওয়া প্রেসিডিয়াম সদস্য পদে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর সাংগঠনিক সম্পাদকরা তাদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।

দলটির সভাপতিম-লীর সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু, মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য পদে এই তিন নেতাকে যুক্ত করা হলো। নতুন এই তিনজনকে নিয়ে এখন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্যের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

এর আগে ২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন ১৭ জন।

তারা হলেন- সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আবদুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।