১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

সরকারি ও বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। লটারি ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না বলে সম্প্রতি নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সদ্য সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই শর্ত শিথিলতা এনেছে অধিদপ্তর। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ নিদের্শনা দেয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা মাউশি’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে দেশের সব সরকারি মাধ্যমিক স্কুলকে অংশগ্রহণ করতে হবে। তবে উপজেলা পর্যায়ে নতুন জাতীয়করণ করা যে সব সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীরা এখনও অ্যাডহক নিয়োগ পাননি সে সব স্কুল লটারিতে অংশগ্রহণ করতে না পারলে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় তারা শিক্ষার্থী নির্বাচন করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করবেন।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২২ শিক্ষাবর্ষে ১ম শ্রেণীতে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৫ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইট হতে জানা যাবে।

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ফরম সংগ্রহ করা হবে। আর ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের অনলাইন লটারির দিন ধার্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব আঞ্চলিক উপ-পরিচালকের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

নতুন সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির শর্ত শিথিল

১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক

সরকারি ও বেসরকারি সব মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। লটারি ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না বলে সম্প্রতি নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সদ্য সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই শর্ত শিথিলতা এনেছে অধিদপ্তর। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ নিদের্শনা দেয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা মাউশি’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে দেশের সব সরকারি মাধ্যমিক স্কুলকে অংশগ্রহণ করতে হবে। তবে উপজেলা পর্যায়ে নতুন জাতীয়করণ করা যে সব সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীরা এখনও অ্যাডহক নিয়োগ পাননি সে সব স্কুল লটারিতে অংশগ্রহণ করতে না পারলে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উপজেলা ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় তারা শিক্ষার্থী নির্বাচন করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করবেন।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২২ শিক্ষাবর্ষে ১ম শ্রেণীতে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ২৫ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইট হতে জানা যাবে।

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন ফরম সংগ্রহ করা হবে। আর ১৫ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের অনলাইন লটারির দিন ধার্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব আঞ্চলিক উপ-পরিচালকের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।