গুড বাই ক্রিকেট : ডি ভিলিয়ার্স

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। এবার ফ্র্যাঞ্চাইজিসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স।

তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা জার্নি ছিল। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা থেকে যে বিশুদ্ধ আনন্দ পেয়েছি বা উৎসাহের সঙ্গে খেলেছি এখন ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালোভাবে খুঁজে পাচ্ছি না।’ ডি ভিলিয়ার্স আরও লিখেন, ‘দক্ষিণ আফ্রিকা বা

আইপিএলসহ অন্য ফ্র্যাঞ্চাইজি লীগ মিলিয়ে ৩৪০টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে চারটি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ ৯ হাজার ৪২৪ রান করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

দেশের হয়ে ১১৪ টেস্টে ৮৭৬৫ রান, ২২৮ ম্যাচে ৯৫৭৭ রান ও ২২৮টি টি-২০তে ১৬৭২ রান করেছেন ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স।

শনিবার, ২০ নভেম্বর ২০২১ , ৫ অগ্রহায়ণ ১৪২৮ ১৪ রবিউস সানি ১৪৪৩

গুড বাই ক্রিকেট : ডি ভিলিয়ার্স

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। এবার ফ্র্যাঞ্চাইজিসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স।

তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা জার্নি ছিল। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা থেকে যে বিশুদ্ধ আনন্দ পেয়েছি বা উৎসাহের সঙ্গে খেলেছি এখন ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালোভাবে খুঁজে পাচ্ছি না।’ ডি ভিলিয়ার্স আরও লিখেন, ‘দক্ষিণ আফ্রিকা বা

আইপিএলসহ অন্য ফ্র্যাঞ্চাইজি লীগ মিলিয়ে ৩৪০টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে চারটি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ ৯ হাজার ৪২৪ রান করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

দেশের হয়ে ১১৪ টেস্টে ৮৭৬৫ রান, ২২৮ ম্যাচে ৯৫৭৭ রান ও ২২৮টি টি-২০তে ১৬৭২ রান করেছেন ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স।