ঢাকা মেডিকেলে চালু হলো শিশু বহির্বিভাগ

শিশু রোগীদের দুর্ভোগ লাগবে ভিন্ন আঙ্গিকে চালু হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘শিশু বহির্বিভাগ’। এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢামেক কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে এ বিভাগটি পরিদর্শনকালে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশু বহির্বিভাগে শুধু শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। শিশুদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। যেসব রোগীর ভর্তির প্রয়োজন হবে, তাদের ভর্তি করা হবে। এ বিভাগটি চালু হয়ে যাওয়ার পর শিশুদের চিকিৎসা নিতে আসা রোগীদের আর কষ্ট পেতে হবে না।

নাজমুল হক জানান, শিশু বহির্বিভাগের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন চিত্র। রোগী দেখার জন্য চিকিৎসকদের জন্য রয়েছে ১০/১২টি কক্ষ। আর অপেক্ষায় থাকা রোগী ও স্বজনদের বসার ব্যবস্থাও থাকছে।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

ঢাকা মেডিকেলে চালু হলো শিশু বহির্বিভাগ

নিজস্ব বার্তা পরিবেশক

image

শিশু রোগীদের দুর্ভোগ লাগবে ভিন্ন আঙ্গিকে চালু হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘শিশু বহির্বিভাগ’। এক সপ্তাহের মধ্যে এটি চালু হবে বলে জানিয়েছেন ঢামেক কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে এ বিভাগটি পরিদর্শনকালে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশু বহির্বিভাগে শুধু শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। শিশুদের বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। যেসব রোগীর ভর্তির প্রয়োজন হবে, তাদের ভর্তি করা হবে। এ বিভাগটি চালু হয়ে যাওয়ার পর শিশুদের চিকিৎসা নিতে আসা রোগীদের আর কষ্ট পেতে হবে না।

নাজমুল হক জানান, শিশু বহির্বিভাগের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে শিশুদের জন্য আকর্ষণীয় বিভিন্ন চিত্র। রোগী দেখার জন্য চিকিৎসকদের জন্য রয়েছে ১০/১২টি কক্ষ। আর অপেক্ষায় থাকা রোগী ও স্বজনদের বসার ব্যবস্থাও থাকছে।