শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট শুরু আজ

শ্রীলঙ্কা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট সিরিজে প্রথমটি আজ গলে শুরু হবে। এই সিরিজ দিয়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আজ খেলাটি শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে গত মার্চের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচই ড্র হয়েছিল।

২০১৫ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানেই জিতেছিল শ্রীলঙ্কা।

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ^কাপে সুপার টুয়েলভ থেকে আসর শেষ করে উভয় দল। তবে বিশ^কাপে ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনভাবে ক্রিকেটের মঞ্চে নিজেদের মেলে ধরতে চায় দু’দলই।

শ্রীলঙ্কার অধিনায়ক করণারতেœ বলেন, ‘বিশ^কাপ শেষে আমরা নতুনভাবে ক্রিকেট শুরু করছি। এটি ভিন্ন ফরম্যাট। এখানে ভালো করতে হবে, কারণ এটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যা টেস্টের বিশ^কাপ। গত আসরে ভালো ফল না হলেও, এবার ভালো করতে আমরা মুখিয়ে আছি। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজের শুরুটা ভালো করতে হবে।’

অন্য দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজে ভালো করতে চায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট বলেন, ‘দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সিরিজ খেলতে নামবো আমরা। প্রথম সিরিজে আমাদের পারফরমেন্স ভালো ছিল। সেটি ধরে রাখতে চাই আমরা। নিজেদের কন্ডিশনে সব সময়ই দুর্দান্ত দল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে জয় পেতে হলে, দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে আমাদের।’

২৯ নভেম্বর একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট শুরু আজ

সংবাদ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্ট সিরিজে প্রথমটি আজ গলে শুরু হবে। এই সিরিজ দিয়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আজ খেলাটি শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে গত মার্চের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচই ড্র হয়েছিল।

২০১৫ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানেই জিতেছিল শ্রীলঙ্কা।

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ^কাপে সুপার টুয়েলভ থেকে আসর শেষ করে উভয় দল। তবে বিশ^কাপে ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনভাবে ক্রিকেটের মঞ্চে নিজেদের মেলে ধরতে চায় দু’দলই।

শ্রীলঙ্কার অধিনায়ক করণারতেœ বলেন, ‘বিশ^কাপ শেষে আমরা নতুনভাবে ক্রিকেট শুরু করছি। এটি ভিন্ন ফরম্যাট। এখানে ভালো করতে হবে, কারণ এটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যা টেস্টের বিশ^কাপ। গত আসরে ভালো ফল না হলেও, এবার ভালো করতে আমরা মুখিয়ে আছি। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজের শুরুটা ভালো করতে হবে।’

অন্য দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজে ভালো করতে চায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট বলেন, ‘দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সিরিজ খেলতে নামবো আমরা। প্রথম সিরিজে আমাদের পারফরমেন্স ভালো ছিল। সেটি ধরে রাখতে চাই আমরা। নিজেদের কন্ডিশনে সব সময়ই দুর্দান্ত দল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে জয় পেতে হলে, দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে আমাদের।’

২৯ নভেম্বর একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।