গরমে সমস্যায় পড়তে হবে খেলোয়াড়দের

ফুটবল বিশ্বকাপের আসর এ বার কাতারে। ২০২২ সালের শেষের দিকে সেই বিশ্বকাপ। কিন্তু সেখানে ফুটবলারদের পক্ষে ম্যাচ খেলা কষ্টের হবে বলেই মনে করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে প্রতি ম্যাচে তিন লিটার ঘাম ঝরাতে হতে পারে এক এক জন ফুটবলারদের।

২০২২ সালে নভেম্বর, ডিসেম্বরে খেলা হলেও ২০ ডিগ্রি তাপমাত্রায় খেলা হবে। ঠান্ডার দেশ থেকে খেলতে আসা ফুটবলারদের পক্ষে সেখানে খেলা খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। মাত্র এক সপ্তাহ সময় পাওয়া যাবে আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার জন্য। তার মধ্যেই তৈরি হতে হবে লিয়োনেল মেসিদের।

চার বছরে এক বার বিশ্বকাপ। ফুটবলাররা মরিয়া হয়ে ওঠেন সেরা হওয়ার জন্য। কিন্তু দুই অর্ধের মাঝে বিরতি বা জল পান বিরতিতে নিজেদের তরতাজা করে ফেলতে পারবেন কি না সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নিজেদের সেরাটা দিতে পারবেন তো মেসি, নেমাররা?

এখনও এক বছর সময় রয়েছে। বিশ্বকাপের আগে শুধু বল পায়ে লড়াই নয়, আবহাওয়ার সঙ্গে লড়াইয়ের জন্যেও নিজেদের তৈরি করতে হবে। ফুটবলের চিকিৎসকরা সেই উপদেশ দিচ্ছেন ফুটবলারদের। মানসিক এবং শারীরিক ভাবে সেই লড়াইয়ের জন্যেও তৈরি থাকতে হবে মেসিদের।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

কাতার বিশ্বকাপ

গরমে সমস্যায় পড়তে হবে খেলোয়াড়দের

সংবাদ স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের আসর এ বার কাতারে। ২০২২ সালের শেষের দিকে সেই বিশ্বকাপ। কিন্তু সেখানে ফুটবলারদের পক্ষে ম্যাচ খেলা কষ্টের হবে বলেই মনে করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে প্রতি ম্যাচে তিন লিটার ঘাম ঝরাতে হতে পারে এক এক জন ফুটবলারদের।

২০২২ সালে নভেম্বর, ডিসেম্বরে খেলা হলেও ২০ ডিগ্রি তাপমাত্রায় খেলা হবে। ঠান্ডার দেশ থেকে খেলতে আসা ফুটবলারদের পক্ষে সেখানে খেলা খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। মাত্র এক সপ্তাহ সময় পাওয়া যাবে আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার জন্য। তার মধ্যেই তৈরি হতে হবে লিয়োনেল মেসিদের।

চার বছরে এক বার বিশ্বকাপ। ফুটবলাররা মরিয়া হয়ে ওঠেন সেরা হওয়ার জন্য। কিন্তু দুই অর্ধের মাঝে বিরতি বা জল পান বিরতিতে নিজেদের তরতাজা করে ফেলতে পারবেন কি না সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নিজেদের সেরাটা দিতে পারবেন তো মেসি, নেমাররা?

এখনও এক বছর সময় রয়েছে। বিশ্বকাপের আগে শুধু বল পায়ে লড়াই নয়, আবহাওয়ার সঙ্গে লড়াইয়ের জন্যেও নিজেদের তৈরি করতে হবে। ফুটবলের চিকিৎসকরা সেই উপদেশ দিচ্ছেন ফুটবলারদের। মানসিক এবং শারীরিক ভাবে সেই লড়াইয়ের জন্যেও তৈরি থাকতে হবে মেসিদের।