শেষ ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-২০তে অনিশ্চিত মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় টি-২০তে শরীরের একপাশে ব্যথা অনুভব করায় নিজের তৃতীয় ওভার শেষ করতে পারেননি বাঁহাতি পেসার। ফলে ড্রেসিং রুমে ফিরতে হয় তাকে। মাচ শেষে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার মোস্তাফিজের অবস্থা পর্যবেক্ষণ করার পরই বাঁহাতি পেসারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

গতকাল তৃতীয় ওভারের প্রথম ডেলিভারির পর আর বল করেননি। ২.১ ওভারে ১২ রান দিয়ে বাবর আজমের উইকেটটি নিয়েছিলেন কাটার মাস্টার।

গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে খেলা চলার সময় এক দর্শক মাঠের মধ্যে ঢুকে মোস্তাফিজের পা ছুঁয়ে সালামও করেন মোহাম্মদ রাসেল নামের এই তরুণ। পরবর্তীতে মোস্তাফিজ এক বল করেই মাঠ ছাড়েন।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

শেষ ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

ক্রীড়া বার্তা পরিবেশক

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-২০তে অনিশ্চিত মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় টি-২০তে শরীরের একপাশে ব্যথা অনুভব করায় নিজের তৃতীয় ওভার শেষ করতে পারেননি বাঁহাতি পেসার। ফলে ড্রেসিং রুমে ফিরতে হয় তাকে। মাচ শেষে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার মোস্তাফিজের অবস্থা পর্যবেক্ষণ করার পরই বাঁহাতি পেসারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

গতকাল তৃতীয় ওভারের প্রথম ডেলিভারির পর আর বল করেননি। ২.১ ওভারে ১২ রান দিয়ে বাবর আজমের উইকেটটি নিয়েছিলেন কাটার মাস্টার।

গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে খেলা চলার সময় এক দর্শক মাঠের মধ্যে ঢুকে মোস্তাফিজের পা ছুঁয়ে সালামও করেন মোহাম্মদ রাসেল নামের এই তরুণ। পরবর্তীতে মোস্তাফিজ এক বল করেই মাঠ ছাড়েন।