ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়ে এক দর্শক

গতকাল শেরেবাংলায় দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারের শেষ বলটি করতে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। ওই সময় উত্তর গ্যালারি থেকে এক দর্শক গ্রিল টপকে মাঠে ঢুকে পড়েন। লং অনে ফিল্ডিং করছিলেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের সামনে হাঁটু গেড়ে বসে কুর্ণিশ করেন এই যুবক। ততক্ষণে অবশ্য নিরাপত্তারক্ষায় নিয়োজিত লোকজন মাঠে প্রবেশ করে ওই যুবকে টেনে বাইরে নিয়ে যান।

এই ঘটনার পর বায়ো বাবলের পাশাপাশি ভেঙে গেছে হোম অব ক্রিকেটের নিরাপত্তার বলয়ও!

মাঠে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার মাঠে দর্শক ঢুকে পড়েছে। মিরপুর স্টেডিয়ামে মাশরাফির এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। সিলেট স্টেডিয়ামে মুশফিকের ভক্ত, আর চট্টগ্রামের মাঠে গিয়েছিলেন সাকিবের ভক্ত।

রবিবার, ২১ নভেম্বর ২০২১ , ৬ অগ্রহায়ণ ১৪২৮ ১৫ রবিউস সানি ১৪৪৩

ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়ে এক দর্শক

ক্রীড়া বার্তা পরিবেশক

গতকাল শেরেবাংলায় দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারের শেষ বলটি করতে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। ওই সময় উত্তর গ্যালারি থেকে এক দর্শক গ্রিল টপকে মাঠে ঢুকে পড়েন। লং অনে ফিল্ডিং করছিলেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের সামনে হাঁটু গেড়ে বসে কুর্ণিশ করেন এই যুবক। ততক্ষণে অবশ্য নিরাপত্তারক্ষায় নিয়োজিত লোকজন মাঠে প্রবেশ করে ওই যুবকে টেনে বাইরে নিয়ে যান।

এই ঘটনার পর বায়ো বাবলের পাশাপাশি ভেঙে গেছে হোম অব ক্রিকেটের নিরাপত্তার বলয়ও!

মাঠে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার মাঠে দর্শক ঢুকে পড়েছে। মিরপুর স্টেডিয়ামে মাশরাফির এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। সিলেট স্টেডিয়ামে মুশফিকের ভক্ত, আর চট্টগ্রামের মাঠে গিয়েছিলেন সাকিবের ভক্ত।