আজ বাদল রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী

দেখতে দেখতে পেরিয়ে গেছে বছর। আজ থেকে ঠিক এক বছর আগে নরাধম ছেড়ে পরলোকে পারি জমিয়েছেন একসময়কার মাঠ কাঁপানো ফুটবলার ও দক্ষ সংগঠক বাদল রায়। গেল বছরের এই দিনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদ, সংগঠক। কুমিল্লার সুতাকল ক্লাব দিয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল বাদল রায়ের। এরপর ১৯৭৭ সালে মোহামেডানের হয়ে ঢাকার মাঠে যাত্রা শুরু করে ক্যারিয়ারের শেষটাও এখানেই। আবাহনী, ব্রাদার্স অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেছেন অবলীলায়। ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন বাদল রায়। ’৮৬-তে তিন বছর পর মোহামেডানের লীগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ১৯৮২ দিল্লি এশিয়াডে তার জয়সূচক গোল রয়েছে ভারতের বিপক্ষে। ইনজুরির জন্য বাদল রায়ের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। তবে খেলোয়াড়ি জীবন থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন। ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

সোমবার, ২২ নভেম্বর ২০২১ , ৭ অগ্রহায়ণ ১৪২৮ ১৬ রবিউস সানি ১৪৪৩

আজ বাদল রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী

ক্রীড়া বার্তা পরিবেশক

image

দেখতে দেখতে পেরিয়ে গেছে বছর। আজ থেকে ঠিক এক বছর আগে নরাধম ছেড়ে পরলোকে পারি জমিয়েছেন একসময়কার মাঠ কাঁপানো ফুটবলার ও দক্ষ সংগঠক বাদল রায়। গেল বছরের এই দিনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদ, সংগঠক। কুমিল্লার সুতাকল ক্লাব দিয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল বাদল রায়ের। এরপর ১৯৭৭ সালে মোহামেডানের হয়ে ঢাকার মাঠে যাত্রা শুরু করে ক্যারিয়ারের শেষটাও এখানেই। আবাহনী, ব্রাদার্স অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেছেন অবলীলায়। ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন বাদল রায়। ’৮৬-তে তিন বছর পর মোহামেডানের লীগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ১৯৮২ দিল্লি এশিয়াডে তার জয়সূচক গোল রয়েছে ভারতের বিপক্ষে। ইনজুরির জন্য বাদল রায়ের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। তবে খেলোয়াড়ি জীবন থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন। ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।