মাছরাঙার জন্য রওনকের ‘মাছ’

নিজের লেখা একটি গল্প নিয়ে নতুন একটি একক নাটক নির্মাণ করলেন অভিনেতা রওনক হাসান। নাটকটির নাম ‘মাছ’। গত ১৫ ও ১৬ নভেম্বর পূবাইলের বিলাই বিলে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। মজার ব্যাপার হলো, গল্পের প্রয়োজনে ১০ কেজি ওজনের কাতল মাছ জোগাড় করতে হয়। যাতায়াত ভাড়াসহ যার জন্য খরচ পড়ে প্রায় ১০ হাজার টাকা। শুধু লেখা, নির্দেশনা নয়, নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন রওনক।

এতে আরও অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম, মৌসুমী হামিদ, মুশফিকুর শুভ, মুকুল সিরাজ, আলমগীর হোসেন, অর্ণ রহমান, ইমু শিকদার, প্রীতি আহমেদ, শিশুশিল্পী শখ প্রমুখ। রওনক বলেন, ‘দীর্ঘদিন পর এত আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে নাটকের শুটিং করেছি। শুটিংয়ে মাছটিকে ঘিরে সবার উচ্ছ্বাস-আগ্রহ ছিল মনে রাখার মতো। মাছটি রান্না করে খাওয়ার অভিজ্ঞতাও ছিল দারুণ। সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। নাটকটি দর্শকেরও পছন্দ হবে আশাকরি।’ রওনক আরও জানান, নাটকটির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন নিহাদ। প্রযোজনা করেছেন ডলি ইকবাল। শিগগিরই এটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

মাছরাঙার জন্য রওনকের ‘মাছ’

বিনোদন প্রতিবেদক

image

নিজের লেখা একটি গল্প নিয়ে নতুন একটি একক নাটক নির্মাণ করলেন অভিনেতা রওনক হাসান। নাটকটির নাম ‘মাছ’। গত ১৫ ও ১৬ নভেম্বর পূবাইলের বিলাই বিলে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। মজার ব্যাপার হলো, গল্পের প্রয়োজনে ১০ কেজি ওজনের কাতল মাছ জোগাড় করতে হয়। যাতায়াত ভাড়াসহ যার জন্য খরচ পড়ে প্রায় ১০ হাজার টাকা। শুধু লেখা, নির্দেশনা নয়, নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন রওনক।

এতে আরও অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম, মৌসুমী হামিদ, মুশফিকুর শুভ, মুকুল সিরাজ, আলমগীর হোসেন, অর্ণ রহমান, ইমু শিকদার, প্রীতি আহমেদ, শিশুশিল্পী শখ প্রমুখ। রওনক বলেন, ‘দীর্ঘদিন পর এত আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে নাটকের শুটিং করেছি। শুটিংয়ে মাছটিকে ঘিরে সবার উচ্ছ্বাস-আগ্রহ ছিল মনে রাখার মতো। মাছটি রান্না করে খাওয়ার অভিজ্ঞতাও ছিল দারুণ। সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। সব মিলিয়ে খুব ভালো একটি কাজ হয়েছে। নাটকটি দর্শকেরও পছন্দ হবে আশাকরি।’ রওনক আরও জানান, নাটকটির সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন নিহাদ। প্রযোজনা করেছেন ডলি ইকবাল। শিগগিরই এটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।