বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের রায় কাল

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বগুড়ার সাবেক সংসদ সদস্য বিএনপির মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে।

গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষ হয়। মোমিন তালুকদার (৬৯) পলাতক। তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে।

২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা ও ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।

তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ছিলেন। ২০০১ ও ২০০৮ সালে বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদিঘি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরও খবর
করোনার ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান
হাতি হত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি
নবনির্বাচিত চেয়ারম্যান অস্ত্রসহ আটক
৫৩টি ফেরির মধ্যে ৫০টিরই ফিটনেস সনদ নেই
দুই বিচারপতির যশোরে বদলি ঠেকাতে মাঠে নেমেছেন আইনজীবীরা
সেই অজ্ঞাত বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করলো র‌্যাব
আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা, রায় ২ ডিসেম্বর
অদম্য মেধাবী মোবারক
ড্যান্স ক্লাবে চাকরির কথা বলে শতাধিক তরুণীকে দুবাই পাচার
স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় এমপি টুকু বাধা দিচ্ছেন কিনা, জানতে চায় হাইকোর্ট

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ , ৮ অগ্রহায়ণ ১৪২৮ ১৭ রবিউস সানি ১৪৪৩

মানবতাবিরোধী অপরাধ

বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের রায় কাল

আদালত বার্তা পরিবেশক

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বগুড়ার সাবেক সংসদ সদস্য বিএনপির মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে।

গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষ হয়। মোমিন তালুকদার (৬৯) পলাতক। তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে।

২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা ও ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।

তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ছিলেন। ২০০১ ও ২০০৮ সালে বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদিঘি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।