তাদের ‘কান পেতে রই’

গেল সোমবার নিজের রচনা ও পরিচালনায় ‘কান পেতে রই’ নামের একটি নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, শিশুশিল্পী অবনী ও আরাফাত। চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘কান পেতে রই মূলত একটি প্রেমের গল্পের নাটক। এ নাটকের মধ্য দিয়ে আমি একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছি, তা হলোÑ ভালোবাসার কোন মৃত্যু নেই।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের লেখা গল্পে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে সবসময়। তিনি বেশ ধরে ধরে কাজ করেন বলে কাজটাও ভালো হয়।’ শাহেদ শরীফ খান বলেন, ‘আমি এখনো নিয়মিত অভিনয় করছি, পরিচালকরা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেনÑ এটাই একজন অভিনেতা হিসেবে আমার বড় প্রাপ্তি।’ দীপা খন্দকার বলেন, ‘হায়াত আঙ্কেল বা দিলারা আন্টির সাথে কাজ করে আমি নিজেকে অভিনয়ে এখনো সমৃদ্ধ করার চেষ্টা করি। এটাইতো অনেক বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা হায়াত আঙ্কেলকে এ নাটকে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’ এদিকে আবুল হায়াত আগামী বিজয় দিবসে আরো একটি নাটক নির্মাণ করবেন এটিএন বাংলার জন্য।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩

তাদের ‘কান পেতে রই’

বিনোদন প্রতিবেদক

image

গেল সোমবার নিজের রচনা ও পরিচালনায় ‘কান পেতে রই’ নামের একটি নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, শিশুশিল্পী অবনী ও আরাফাত। চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘কান পেতে রই মূলত একটি প্রেমের গল্পের নাটক। এ নাটকের মধ্য দিয়ে আমি একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছি, তা হলোÑ ভালোবাসার কোন মৃত্যু নেই।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের লেখা গল্পে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে সবসময়। তিনি বেশ ধরে ধরে কাজ করেন বলে কাজটাও ভালো হয়।’ শাহেদ শরীফ খান বলেন, ‘আমি এখনো নিয়মিত অভিনয় করছি, পরিচালকরা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেনÑ এটাই একজন অভিনেতা হিসেবে আমার বড় প্রাপ্তি।’ দীপা খন্দকার বলেন, ‘হায়াত আঙ্কেল বা দিলারা আন্টির সাথে কাজ করে আমি নিজেকে অভিনয়ে এখনো সমৃদ্ধ করার চেষ্টা করি। এটাইতো অনেক বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা হায়াত আঙ্কেলকে এ নাটকে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’ এদিকে আবুল হায়াত আগামী বিজয় দিবসে আরো একটি নাটক নির্মাণ করবেন এটিএন বাংলার জন্য।